শুভ জন্মদিন ইমদাদুল হক মিলন

আজ কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলনের ৫৭তম জন্মদিন। ১৯৫৫ সালের এ দিনে তিনি বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। তার লেখা অনবদ্য উপন্যাস ‘নূরজাহান’ তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। এছাড়াও অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকা জল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, নেতা যে রাতে নিহত হলেন, মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, একাত্তর, সুতোয় বাঁধা প্রজাপতি, যাবজ্জীবন, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ সবুজ পাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই। তার লেখা দু’শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যত দূরে যাই, যুবরাজ, কোথায় সে জন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে বিপুল দর্শকপ্রিয়তা পায়।

সমপ্রতি তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আত্মদান’। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতায়ও তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠের সম্পাদক। ইমদাদুল হক মিলন তার লেখালেখির স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, এস এম সুলতান পদক, ঢাকা যুব ফাউন্ডেশন পদক, শেরেবাংলা পদক, টেনাশিনাস পুরস্কার, জাপান বিবেক সাহিত্য পুরস্কার, কলকাতা চোখ সাহিত্য পুরস্কার, জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, বাচসাস পুরস্কারসহ দেশ বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। জন্মদিনে ইমদাদুল হক মিলনের জন্য রইলো মানবজমিন-এর শুভেচ্ছা।

মানবজমিন

Leave a Reply