“প্রতিবন্ধিদের উন্নয়ন, সবার জন্য এক সুন্দর জীবন”-শ্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে নাচ-গানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে অটিজম ছেলে-মেয়েরা। চোখ জুড়ানো ও মন মাতানো নৃত্য শৈলী ও সুরেলা কন্ঠে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অটিজম ছেলে-মেয়েরা। মেধার বিকাশ-প্রকাশে অটিজম কোন প্রতিবন্ধকতা নয়- সমাজের সামর্থবান মানুষকে তা-ই দেখিয়ে দিলো ৫০ জন অটিজম ছেলে-মেয়ে।
গত শুক্রবার রাতে সুইড বাংলাদেশ নামে একটি সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখা কমিটির আতœপ্রকাশ উপলক্ষ্যে অটিজম ছেলে-মেয়েদের অংশ গ্রহণে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অটিজম ছেলে-মেয়েরা নাচ-গানে মাতিয়ে তোলে শিল্পকলায় উপস্থিত দর্শকদের। পরে প্রখ্যাত জাদু শিল্পী এস, ইউ সিকদার।
এর আগে বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে সুইড বাংলাদেশের জেলা শাখা কমিটির উদ্বোধন ঘোষণা করেন। নব-গঠিত কমিটির সভাপতি এ এইচ রানার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন ব্যানার্জী, সুইড বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জওয়াহেরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক রিয়াজুল আলম ভূঁইয়া প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply