বর্তমান সরকারের অবাধ দূনীতির প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ শহর ও উপজেলা বিএনপি। শহরের সুপার মার্কেট চত্তরে জেলা বি এন পি কার্যালয়ের সামনে শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ.কে.এম ইরাদত মানুর সভাপত্বিতে সভায় বত্তব্য রাখেন আতোয়ার হোসেন বাবুল, মোখলেছুর রহমান বকুল, তারেক কাশেম খান মুকুল, সাবেক ভিপি শাহিন, মাসুদ রানা, আরিফ আহমেদ, তুষার আহমেদ প্রমুখ। এদিকে মুক্তারপুরে সদর উপজেলা সভাপতি মো: মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বত্তব্য রাখে কামাল পাশা, মুনিরুজ্জামান শামসুল হক প্রমুখ।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply