লৌহজং-ঢাকা বিশ্ববিদ্যালয় বাস চালু

মুন্সীগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আসা-যাওয়া করতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করেছে কর্তৃপক্ষ। লৌহজং উপজেলার হলদিয়া থেকে প্রতিদিন সকালে বাসটি ঢাবির উদ্দেশে ছেড়ে যাবে। বিকালে আবার বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ স ম আরিফিন সিদ্দিক সোমবার বিকালে রেজিস্ট্রার ভবনের সামনে ‘বিক্রমপুর’ নামের বাস উদ্বোধন করেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আানোয়ার হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শহীদ আক্তার হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মালেকসহ বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে একটি বাস ছাত্র-শিক্ষকদের নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক হয়ে লৌহজংয়ে হলদিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

অধ্যাপক আানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল পৌনে ৭টায় হলদিয়া বাজার ব্রিজের পশ্চিম পাশ থেকে ঢাকা-মাওয়া সড়ক হয়ে বাসটি ঢাবির উদ্দেশে ছেড়ে যাবে।

বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে আবার হলদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

পথে মাওয়া থেকে মাদারীপুর ও শরিয়তপুরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বাসে উঠতে পারবেন।

এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কের কয়েকটি নির্দিষ্ট স্থান থেকেও বাসে চড়তে পারবেন পাশের উপজেলার সংশ্লিষ্টরা।

আপাতত একটি বাসই প্রতিদিন চলাচল করবে। চাহিদা থাকলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
=================

ঢাকা বিশ্ব বিদ্যালয়ে মুন্সিগঞ্জের ছাত্রদের জন্য ‘বিক্রমপুর’ মাওয়া-ঢাবি বাস চালু করল

ইকবাল হোছাইন ইকুঃ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন শতাধীক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে গত সোমবার বেলা ৩ টায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জের ছাত্রদের জন্য এই প্রথম মাওয়া-ঢাবি বাস ‘বিক্রমপুর’ এর যাত্রা শুরু হল। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জের ‘বিক্রমপুর’ বাস কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শাহীনের পরিচালনায় ও সভাপতি মোঃ মুরাদ হোছাইন জিলানীর সভাপতিত্বে ফিতা কেটে বাস উদ্বোধন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভি. সি. প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভি. সি. শহীদ আক্তার হোসাইন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আমজান হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভি. সি.ছাত্রদেরকে লেখা-পড়ায় মনযোগী হওয়া ও ভাল রেজাল্ট করার জন্য দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসাইন, হৃদয়ে বিক্রমপুর সিরাজদিখান-শ্রীনগরের সাবেক সভাপতি মর্তুজা আল আশরাফী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি চঞ্চল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জের রিকাবি বাজারের মেধাবী ছাত্র পঙ্কজ, মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদ মোঃ মোহসিন, আই এফ সি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটির ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার কার্যকরি কমিটির সদস্য ইকবাল হোছাইন ইকু, ঢাক বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জের ‘বিক্রমপুর’ বাস কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন ও প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মুন্সিগঞ্জের ‘বিক্রমপুর’ বাস কমিটির পরিচালনা পরিষদের মুন্সিগঞ্জ বাসীর কাছে দাবি হচ্ছে নরসিংদী, নারায়নগঞ্জ, গাজিপুর সহ বিভিন্ন জেলায় শিল্পপতিরা ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বাস উপহার দিচ্ছে অথচ ঢাকার পাশেই আমাদের মুন্সিগঞ্জ জেলার এমন কোনো শিল্পপতি নাইকি যে আমাদের যাতায়াতের জন্য একটি বাস উপহার দিতে পারে।

Leave a Reply