মুন্সীগঞ্জের শ্রীনগরে এক বস্তা ফেনসিডিলসহ এক বিক্রেতাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বস্তার ভেতর ১শ’ বোতল ফেনসিডিল রয়েছে। গ্রেপ্তারকৃত বিল্লাল সিকদার (৩২)-এর বাড়ি যশোর সদর উপজেলার ষষ্ঠিতলা গ্রামে। তার বাবার নাম ওসমান গনি। সোমবার রাত ৭ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর বাইপাস মোড় এলাকায় তাকে গ্রেপ্তার ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি’র এসআই বিল্লাল হোসেন জানান, যশোর থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিল্লাল বস্তায় ভরে ফেনসিডিল নিয়ে শ্রীনগরে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগেই তার নেতৃত্বে ডিবি’র এসআই তাহের ও সঙ্গীয় কনস্টেবল নাজমুল ইসলাম ওত পেতে থাকি। রাত ৭ টার দিকে শ্রীনগর বাইপাস মোড়ে বাস থেকে বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে বিল্লাল নেমে পড়ে। এ সময় ফেনসিডিল ফেলে রেখে বিল্লাল দৌড়ে পালাতে চেষ্ঠা চালায়। ওদিকে, রোববার রাত ১০ টার দিকে শহর উপকণ্ঠের নয়াগাও এলাকা থেকে মিরাপাড়া গ্রামের হাসান মিন্টু (৩১)কে ২০ টি ইয়াবা ট্যাবলেটসহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply