লাশ দাফন ও হত্যা মামলা দায়েরের এক মাস পর গৃহবধূ উদ্ধার

লাশ দাফন ও থানায় হত্যা মামলা দায়েরের এক মাস পর গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের গৃহবধূ রোজিনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্বামীর বাড়ির লোকজন নানাভাবে খোঁজখবর নিয়ে জামালপুরের মেলানন্দ এলাকার এক আত্মীয়ের বাসা থেকে সোমবার রাতে জীবিত অবস্থায় গৃহবধূ রোজিনাকে উদ্ধার করে। ওই রাতেই স্থানীয় থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় চাচা এসহাক প্রধানের কাছে রোজিনাকে হস্তান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রোজিনা বেগম মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়িতে ফিরেননি বলে গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন। গত ১১ই আগস্ট কুমিল্লার মেঘনা থানায় বাবা ইসমাইল প্রধান বাদী হয়ে স্বামী হারুনুর রশীদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে রোজিনা হত্যা মামলা দায়ের করেছিলেন। একই দিন মেঘনা থানাধীন লুটেরচর এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়।


এ সময় লাশটি মুন্সীগঞ্জের গজারিয়ার টেঙ্গারচরের নিখোঁজ রোজিনার বলে তার বাবা ইসমাইল প্রধান ও অন্য স্বজনরা শনাক্ত করেন। পরে মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ গ্রামে রোজিনার লাশ দাফন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে মেঘনা থানায় রোজিনা হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা ইসমাইল প্রধান।

এতে হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রোজিনার স্বামী হারুনুর রশীদের চাচা সিদ্দিকুর রহমান মেঘনা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর অভিযুক্ত আসামিকে কুমিল্লা জেলা কারাগারে পাঠায় পুলিশ। অজ্ঞাত লাশ উদ্ধারের পর তা রোজিনার বলে স্বজনদের দ্বারা লাশ শনাক্তকরণ ও স্বামীর বাড়ির ৭ জনের বিরুদ্ধে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করার তথ্যাদি গতকাল মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন কুমিল্লার মেঘনা থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন। জেলার গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, কুমিল্লার মেঘনা থানাধীন এলাকায় লাশ উদ্ধার ও শনাক্তকরণের ১৩ দিন আগে নিখোঁজ হন গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের রোজিনা বেগম। মেয়ে নিখোঁজের ঘটনায় বাবার বাড়ির লোকজন সন্দেহের তীর ছুড়তে থাকেন তার স্বামীর বাড়ির লোকজনের দিকে।

গজারিয়ার টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া মোবাইল ফোনে জানান, নিখোঁজের ১৩ দিন পর কুমিল্লার মেঘনা থানার লুটেরচর এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের লাশটি রোজিনার বলে শনাক্ত করে স্বজনরা। তারপর রোজিনার লাশ দাফন ও কুলখানিও করা হয়। মেঘনা থানায় দায়ের করা রোজিনা হত্যা মামলায় আসামি করা হয় নিহতের স্বামী হারুনুর রশীদসহ ৭ জনকে। এদের একজন সিদ্দিকুর রহমান বর্তমানে ভাতিজার স্ত্রী রোজিনা হত্যা মামলায় কুমিল্লা কারাগারে রয়েছেন।

মানবজমিন

Leave a Reply