শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সড়ক অবরোধ, মিছিল-ভাঙচুর

খন্ডকালীন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ, ভাঙচুর, মিছিল করেছে। মঙ্গলবার সকালে ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। তারা সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা হাইওয়ে সড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করে। তারা মিছিল ও লিফলেট বিতরণ করে।

পরে গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম পরিস্থিতি অনুকুলে এনে শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গনে সমঝোতা বৈঠক করেন। এ সময় অ্যাসিল্যান্ড শফিউর রহমান, গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আমিনুল হক ভুঁইয়া ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে দাঁড়ায়। এর আগে সোমবার দুপুরে স্কুলের শিক্ষার্থীরা স্কুলে হামলা চালিয়ে শ্রেণী কক্ষের আসবাবপত্র ও জানালার কাঁচ ভাঙচুর করে।

জানা গেছে, ভবেরচর ওয়াজির আলী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে হিসাব বিজ্ঞান, গনিত ও কৃষি শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল। এরই অংশ হিসেবে সোমবার আবেদনকৃত শিক্ষকদের ক্লাস চালানোর জন্য বলা হয়। এরমধ্যে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মোস্তফা কামাল নিয়োগ পাচ্ছেন না এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে খন্ডকালীন এ শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সোমবার বিদ্যালয়ের ১২টি শ্রেণী কক্ষে হামলা চালিয়ে আসাবাবপত্র, জানালার কাঁচসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে।গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলনে নামে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply