বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানে চতুর্থ দিনের মতো শিক্ষক ধর্মঘট অব্যাহত

১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার চতুর্থ দিনের মতো মুন্সীগঞ্জ জেলার সমস্ত বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষকদের ধর্মঘট অব্যাহত ছিল। এতে সদরের বেসরকারি ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ১’শ ৭৫ শিক্ষা-প্রতিষ্ঠানে ধর্মঘটী শিক্ষকরা ক্লাসে পাঠদান করেননি। বন্ধ থাকে জেলার ওই সমস্ত শিক্ষা-প্রতিষ্ঠান।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শহরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক জানান, ধর্মঘটের চতুর্থ দিনেও মঙ্গলবার জেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা ক্লাস করেননি। এতে শিক্ষার্থীদের পড়াশুনায় অচলতাবস্থা নেমে আসে। আগামী ১৩ ই সেপ্টেম্বর-এর মধ্যে সরকার আমাদের দাবি দাওয়া না মানলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply