লৌহজংয়ে অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মিভূত ক্ষতির পরিমান ৩০ লক্ষ টাকা

বুধবার ভোর ০৫ টায় লৌহজংয়ের জোড়পুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মিভূত হয়। জানা যায়, বিদ্যুতের সর্ট সাকিট থেকে একটি চা-পানের দোকানে প্রথমে আগুন লাগে এর পর এক সারিতে থাকা সব গুলো দোকানে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে ভোর বেলা বাজারের মসজিদে আশা মুসুল্লিদের ডাক চিৎকারে এলাকাবাসী ও দোকানদাররা এগিয়ে আসে এবং ২টি পাম্প মেশিন দিয়ে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের সেক্রেটারী বাদল শেখ জানান, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা হবে। এর মধ্যে পলাশ বেপারীর মুদি দোকান, নুরুল ইসলাম শেখের চার দোকান, ইউনুস শেখের চা পানের দোকান, নুরু সরদারের কাচাতরকারীর দোকান, মিন্টু শীলের সেলুন, শ্যামল কুমার দের ঐষধের ফার্মেসী, বিশ্বজিতের সেলুন, আক্রাম হাওলাদারের কাপড়ের দোকান, রতন শিকদারের হোটেল, রাজকুমারের জুতা সেন্ডেলের সেলাই দোকান, এই মোট ১০টি দোকান ভষ্মিভূত হয়। মার্কেটের জমিদার সোবাহান শিকদার জানান, তার মার্কেটের ১০টি দোকান পুড়ে যাওয়ায় সে এখন প্রায় নিস্ব।

শেখ সাইদুর রহমান টুটুল – বাংলাপোষ্ট২৪

Leave a Reply