মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে গণডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে ৩০/৪০ জন ডাকাত চারটি স্বর্ণের দোকান, দু’টি মুদি দোকান এবং একটি চালের দোকানে এ ডাকাতি করে মালামাল নিয়ে ট্রলারে করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গীবাড়ী থানার ওসি আব্দুল্লাহ জানান, পদ্মা তীরের বাজারটিতে একটি সংঘবদ্ধ ডাকাতদল রাতে ডাকাতি করে।
“নৈশ প্রহরী ও দোকানীদেরও মারপিট করে বেঁধে রেখে রাত পৌনে একটা থেকে তিনটা পর্যন্ত লুটপাট চালায় ডাকাতরা।”
“ডাকাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওই বাজারস্থ বানারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের দাবি তাদের অর্থ কোটি টাকার মালামাল লুট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply