টঙ্গীবাড়ি হাসাইল বাজারে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৫টি জুয়েলারিসহ ৭ টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতরা ৪৭ ভরি স্বর্ণালঙ্কার, ২শ’ভরি রূপা ও নগদ ৭ লাখ ৪৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।সব মিলিয়ে ডাকাতদল প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদী লাগোয়া হাসাইল বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগিরা জানায়, বুধবার দিবাগত রাত ১ টার দিকে ৩০-৪০ জনের একদল ডাকাত ট্রলার দিয়ে বাজারে ঢুকেই ৩ নৈশ প্রহরীর হা-পা বেঁধে একে একে ৫ টি জুয়েলারির দোকান, ১ টি মুদি দোকান ও ১ টি কনফেকশনারীর দোকানে ডাকাতি করে। এ সময় তারা গোবিন্দ সরকারের স্বর্ণের দোকান থেকে ৪০-৫০ ভরি স্বর্ণালঙ্কার, ক্যাশ বাক্স থেকে ৮০ হাজার, কর্মচারি মাধব শীলের কাছ থেকে ৫৩ হাজার টাকা, উত্তম শীলের জুয়েলারি থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ ভরি রূপা ও নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, মন্টুর জুয়েলারি দোকান থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০-৬০ ভরি রূপা ও নগদ ২ লাখ টাকা, দিলীপের স্বর্ণের দোকান থেকে ১২ বরি স্বর্ণালঙ্কার, ৪০ ভরি রূপাও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, গৌতম শীলের স্বর্ণের দোকান থেকে ২০ ভরি রূপা ও নগদ ১৫ হাজার টাকা লুটে নেয়। এ ছাড়া ডাকাতরা দীন ইসলামের চাউলের দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা ও আনোয়ারের কনফেকশনারীর দোকান থেকে বিস্কুট ও গুড়ো দুধ নিয়ে যায়।

বাংলা ২৪ বিডি নিউজ

====================

টঙ্গীবাড়ীতে দূধর্ষ ডাকাতি ৪৭ ভরি স্বর্ন ১৭০ভরি রুপ্য লুট

মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে বুধবার রাতে দূধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় স্বশস্ত্র ডাকাত দল বাজারের পাহাড়াদারসহ ১৫ জন দোকানদারের হাত পা বেঁেধ ৪৭ ভরি স্বর্ন ১৭০ ভরি রৌপ্য ও নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। জানাগেছে,স্বশস্ত্র ৩০-৪০ জনের ডাকাত দল বাজারের পাশের পদ্মা নদী দিয়ে ট্রলার যোগে হাসাইল বাজারে এসে রাত ২ টার দিকে হানা দেয়। এ সময় তারা পাহড়াদারদের হাত পা বেধেঁ ফেলে বিভিন্ন দোকানে তালা ভাঙ্গা শুরু করে।

উত্তম জুয়েলার্স হতে ১৩ ভরি স্বর্ন ৮০ ভরি রৌপ্য ১ লক্ষ ৯৩ হাজার টাকা,অপূর্ব স্বর্ন শিল্পালয় হতে ৭ ভরি স্বর্ন ২৫ ভরি রৌপ্য ৭৫ হাজার টাকা, দিলিপ জুয়েলার্স হতে ১৫ ভরি স্বর্ন ২৫ ভরি রৌপ্য ২ লক্ষ টাকা ,মুন্টু জুয়ের্লাস হতে ১২ ভরি স্বর্ন ২০ ভরি রৌপ্য ২ লক্ষ্য টাকা , মা স্বর্ন শিল্পালয় হতে ২০ ভরি রৌপ্য ১৫ হাজার টাকা, মো.আলিনুর এর দোকান হতে ১২ হাজার টাকা মোবাইল ও দ্বীন ইসলাম বালার দোকান হতে ২৫ হাজার টাকা সহ অন্যান্য দোকান হতে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী নেপাল চন্দ্র ঢালী জানান, ৩০-৪০ জনের এক দল ডাকাত আমায় দোকন খুলতে বলে আমি দোকন খুলে দিলে আমার হাত পা বেধে সিন্দুক ভেঙ্গে সকল মালামাল নিয়ে যায়। মনু কুন্ড জানায় ডাকাতরা দেশীয় অস্ত্রসহ দুই বালতি ভর্তি ককলেট নিয়ে আসে। এ সময় তারা বাজারের কয়েক দোকানদারকে মারধর করে। স্থাণীয় দোকানদাররা জানান আমরা বার বার টঙ্গীবাড়ী থানায় ফোন করলেও পুলিশ জানায়,স্থাণীয় জনগন আগাইয়া আসছে কিনা? দির্ঘ সময় ধরে ডাকাতি হলেও ডাকাতরা যাওয়ার ৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

Leave a Reply