মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

মুন্সীগঞ্জ শহরে উদ্বোধনের আগে শুক্রবার একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ মো. শাহীন ও নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া নান্নু শাহ, আব্দুল শেখ, ছোট নাহিদ, আনিস মিয়া ও রবিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক সুলতানউদ্দিন বলেন, বিকালে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল।

ভেতরে ডেকোরেশন এবং মিলাদ মাহফিলের জন্য খাবার তৈরির সময় বিকাল পৌনে ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর

=======================

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৯

উদ্বোধনের আগেই খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে সাংবাদিক ও দোকানের মালিকসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শহরের থানারপুল এলাকায় জমজম মিনি চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুডে ডেকোরেশন ও মিলাদ মাহফিলের জন্য খাবার তৈরির কাজ চলছিল।

এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণ ঘটে। ভেতরে থাকা দোকানের দুই অংশীদার মো.শাহীন ও নাহিদসহ গ্যাস মেরামতকারী নান্নু শাহ ও কর্মচারী জীবন আহত হয়। বিস্ফোরণে চুর্ণবিচুর্ণ কাঁচের গুড়োতে বাইরে দাঁড়িয়ে থাকা সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ খোকাসহ অপর ৫ পথচারী আহত হয়।

আহতদের মধ্যে দোকানের মালিক মো. শাহীন ও নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে সমকাল মুন্সীগঞ্জ প্রতিনিধিসহ নান্নু শাহ, আব্দুল শেখ, আনিস মিয়া, মো. নাহিদ মিয়া, জীবন ও রবিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জাস্ট নিউজ

Leave a Reply