মুন্সীগঞ্জে লালন ভক্তদের মিলন মেলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার গোপিনপুর গ্রামে লালন আশ্রয় উদ্ভোধন উপলক্ষ্যে লালন ভাব সংগীত অনুষ্ঠান যেন লালন ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছিল। বৃহস্পতিবার রাতভর বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের মনমাতানো গানে মুখরিত হয়ে ওঠে লালন ভক্তরা। দেশের বিভিন্ন স্থান থেকে সন্ধ্যার পর থেকেই লালন ভক্ত ও গানপ্রেমীরা জড়ো হতে শুরু করে আড়িয়ল বালিগাওঁ ইউনিয়নের গোপিনপুর গ্রামের ‘লালন আশ্রয়’ উদ্ভোধনের অনুষ্ঠানস্থলে। রাত ৯টার মধ্যে প্রায় ৫ শতাধিক লালন ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় মো. মোখলেছুর রহমানের ছেলে পারভেজ মাহমুদের উদ্যোগে ও গোপিনপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সুফী সাধক আব্দুল মজিদ ফকিরের স্মরণে ও লালন আশ্রয় শুভ উদ্ভোধনের লক্ষ্যে আয়োজন করা হয় আধ্যাত্মিক বিশ্ল্লেষণর্ধমী আলোচনা ও লালন ভাব সংগীত অনুষ্ঠানের।

লালন সর্ম্পকে বিভিন্ন উপমা দিয়ে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপু, আড়িয়াল বালিগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন দোলন ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ হামিদুল হক, বালিগাওঁ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মুন্সী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মো. বজলুর রহমান, মো. আফসারউদ্দিন ও ফিরোজ আলম সাইজি।

এরপরই গোপিনপুর গ্রামে ‘লালন আশ্রয়’র আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আড়িয়াল বালিগাও ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন দোলন। এ সময় লালন ভক্তদের করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উদ্ভোধনের পর রাত ১১ টা থেকে শুরু হয় লালন ভাব সংগীত। ঢাকা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লালন শিল্পীরা বাশির সুর ও বাদ্য বাজনার তালে তালে মনমাতানো গানে ফুটিয়ে তোলেন লালন শাহ’র কর্মকান্ড ও চিন্তা-চেতনা আর ভাবনাকে। রাত যত গভীর হতে থাকে লালন ভাব সংগীত আরও মুখরিত হয়ে ওঠে নারী পুরুষ বেষ্টিত লালন ভক্তদের মাঝে।

জাস্ট নিউজ

Leave a Reply