দেশ বরেণ্য সাংবাদিকদের পদ চারণায় আজ শনিবার মুখরিত হচ্ছে লৌহজংয়ের পদ্মা তীরের পদ্মা রিসোর্ট। মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ঢাকায় কর্মরত সাংবাদিকদের সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি এবং ঐক্য গড়তে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকা নামের সংগঠন এই মিলন মেলার আয়োজন করেছে।
প্রীতি সম্মেলন নামের এই মিলন মেলায় ঢাকায় কর্মরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সাংবাদিকদের উপস্থিত থাকছেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথা সাহিত্যিক ও চ্যানেল আই-র পরিচালক ফরিদুর রেজা সাগরের মা সাহিত্যিক রাবেয়া খাতুন, নিউএজ সম্পাদক নুরুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সংবাদ সংস্থা এপির ব্যারো চীফ ফরিদ হোসেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাক্তন প্রেসসচিব তাজুল ইসলাম, দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশন বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান মিজানুর রহমান শেলী, বঙ্গবন্ধুর সাবেক প্রেসসচিব নুরুল ইসলাম অনু, যুগান্তরের সিনিয়র রিপোর্টার স্বপন দাস গুপ্ত, সাংবাদিক মো. ইকবাল হোসেনসহ প্রথিত যশা সব সাংবাদিকবৃন্দ। এ ছাড়া ফোরামের বাইরে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবান মাহমুদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুব আলম, যুগান্তর সম্পাদক এ্যাডভোকেট সালামা ইসলামসহ বিক্রমপুরের সন্তান আরও অনেক বরণ্যে সাংবাদিক বিশেষ ব্যস্ততার কারণে আসতে পারছেন না। তবে দক্ষ নেতৃত্বে ভবিষ্যতে এই মিলন মেলা আরও প্রসারিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহবায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।
লৌহজংস্থ বিক্রমপুর প্রেসক্লাব দেশবরেন্য সাংবাদিকদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মো. মাসুদ খান জানিয়েছেন, বিক্রমপুরের সন্তান দেশের প্রখ্যাত সাংবাদিকদের এক সাথে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই এই মিলন মেলায় বিশেষ উৎসব আমেজ বিরাজ করছে এখানে। স্থানীয় সাংবাদিকদের মধ্যেও বইছে আনন্দের বন্যা। এ আয়োজন না করলে বোঝার উপায় ছিল না যে- দেশের সাংবাদিক সমাজের ররেন্য ব্যক্তিদের একটি বড় অংশই বিক্রমপুরের।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল জানান, এই সম্মেলনের মাধ্যমে প্রাচীন জনপদ বিক্রপুরেরর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব পেশার মত সাংবাদিক পেশায়ও বিক্রমপুর এগিয়ে। তাই মিডিয়ার জগতে বিক্রপুরের সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকলের ঐক্য এই অঞ্চলের সম্ভবনার দুয়ার খুলে দিতে পারে।
প্রধানমন্ত্রীর ফোরমের আহবায়ক কলামিস্ট শাহজাহান মিয়া এই প্রীতি সম্মেলন সভাপতিত্ব করবেন। এতে ফোরামের আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ কারা হবে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply