মুন্সীগঞ্জের ছয় উপজেলার বাসিন্দাদের বেশির ভাগই অর্থনৈতিকভাবে সচ্ছল। এখানকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে পুরুষদের প্রায় সবাই অর্থ উপার্জনের তাগিদে একবার না একবার বিদেশ পাড়ি দেন। তাদের লক্ষ্য বিদেশে গিয়ে ‘সোনার হরিণ’ অর্থ রোজগার। সংসারে সামান্য একটু সুখ আনতে তারা বিদেশ-বিভূঁইয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দেশে টাকা পাঠান। কেউ কেউ সংসারে সুখ ফিরিয়ে আনতে পারলেও অনেকের সংসারে নেমে আসে দাম্পত্য কলহ, স্ত্রীর পরকীয়ার অভিশাপ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর অনেক যুবক দেশে ফিরে দেখেন ঘরের স্ত্রীও চলে গেছে পরপুরুষের হাত ধরে, পাঠানো টাকাও উধাও। তখন বিদেশ-ফেরত ওই যুবকরা পড়েন ঘোর অন্ধকারে।
সরেজমিন খোঁজখবর নিয়ে পাওয়া গেছে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, জেলায় দিন দিন যৌতুক এবং নারী নির্যাতন মামলার হার বেড়েছে। পদ্মা-মেঘনা-শীতলক্ষ্যা বেষ্টিত এই জেলার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে ঘুরে দেখা যাবে কেউ না কেউ বিদেশ রয়েছেন। এমনও বাড়ি আছে যে বাড়ির সব পুরুষই রয়েছেন বিদেশে। ছেলেরা অর্থ উপার্জন করে দেশে পাঠান, তাদের মা-বোন, স্ত্রী-সন্তানদের লালন-পালনসহ ভবিষ্যৎ জীবনের জন্য। দেখা গেছে, নতুন বিয়ে করে যে যুবক অর্থ অনুসন্ধানে বেরিয়ে পড়েন তার স্ত্রী-পরিজনকে ভালো খাবার, ভালো কাপড় পরানোর জন্য। আর ওই স্ত্রী সেই সুযোগে স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতে অবস্থান করে জড়িয়ে পড়েন পরকীয়ায়। প্রথম দিকে মোবাইল ফোনে শুরু হয় পরপুরুষের সঙ্গে যোগাযোগ। এক পর্যায়ে দেখা করা এরপর গভীর সম্পর্ক।
এক সময় শুরু হয় স্বামীর অতি কষ্টে অর্জিত টাকা বাড়িতে বসে প্রেমিকের পেছনে খরচ। এমন পরকীয়ার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। কয়েকটি পরিবারে খোঁজ নিয়ে জানা গেছে করুণ কাহিনী। প্রবাসী যুবকের স্ত্রী প্রেমিকের হাত ধরে নিজের ছেলেমেয়ে সংসার ফেলে টাকা-পয়সা-গহনা নিয়ে চলে গেছে। এতে করে একদিকে যেমন চরম ভোগান্তির স্বীকার হয়েছে ওই সংসারে জন্ম নেওয়া সন্তানরা অন্যদিকে পারিবারিক কলহে জড়িয়ে পড়েছে তিনটি পরিবার। বিদেশ থেকে অনেক সময় ওই সংবাদ পেয়ে প্রবাসী যুবকও বাধ্য হয়ে দেশে ফিরে আসেন। চলতে থাকে স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তার সব পাওনা ফিরে পেতে চাইলে শুরু হয় আরেক ধরনের নির্যাতন। ওই স্ত্রী ঠুকে দেন সাবেক সেই স্বামী এবং তার সংসারের আপনজনের বিরুদ্ধে হয় নারী নির্যাতন অথবা যৌতুকের মামলা।
সংসারে থাকা বৃদ্ধ পিতা-মাতা, অবিবাহিত বোন এমনকি সদ্য বিবাহিত বোন ও তার স্বামীকে পর্যন্ত জড়ানো হয় ওই সব মামলায়। মামলায় কারও জেল হয়, নয়তো দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে সহায় সম্বলহারা হতে হয়। অনুসন্ধানে দেখা গেছে, জেলায় যৌতুক এবং নারী নির্যাতন মামলার হার তুলনামূলক বেশি। পাশাপাশি জেলা জজ আদালতের নারী-শিশু ট্রাইব্যুনাল আদালত এবং জেলার ছয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও এই জাতীয় মামলার সংখ্যাও চোখে পড়ার মতো। এখানে গড়ে প্রতি মাসে অর্ধশতাধিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এ ছাড়া জুডিশিয়াল আদালতগুলোতে যৌতুক মামলার যেন অভাব নেই। সেখানেও গড়ে প্রতি মাসে যৌতুকসহ স্বামী-স্ত্রী কলহজনিত শতাধিক মামলা হয়। এ ব্যাপারে স্থানীয় আইনজীবীরা বলেছেন, এ অবস্থা চলতে থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে। শান্তি ফিরিয়ে আনতে পারিবারিক বোঝাপড়া বাড়াতে হবে। নৈতিকতার উন্নতি করতে হবে। না হলে দাম্পত্য কলহ কিংবা ভুয়া মামলার সংখ্যাও কমবে না।
বাংলাদেশ প্রতিদিন
লাবলু মোল্লা
Leave a Reply