ভালোর লক্ষ্যেই সাংবাদিকদের কাজ করতে হবে

প্রধানমন্ত্রীর প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, সংগঠন করা ও চালিয়ে নেওয়া জরুরি। মানুষ ভালো না খারাপ- চূড়ান্ত বিচারেই তা নির্ণয় হবে। ভালো কাজ করার লক্ষ্য নিয়েই কাজ করতে হবে সাংবাদিকদের।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ঘর থেকে সহমর্মিতা সৃষ্টি করতে হবে। নিজের ঘরে সহমর্মিতা না থাকলে, অন্যের ঘরে- তা থাকে না।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা রিসোর্টে “মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র আয়োজনে রাজধানী ও জেলায় কর্মরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সাংবাদিকদের এক প্রীতি সম্মেলনে অতিথি হিসাবে তারা এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম-ঢাকা প্রীতি সম্মেলনের আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রীতি সম্মেলনের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার স্বপন দাস গুপ্ত, দৈনিক ইত্তেফাকের কোর্ট প্রতিবেদক শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলার ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকালের খবরের সহকারী মফস্বল সম্পাদক মো. রফিকুল আলম, জাস্ট নিউজ’র ফটোগ্রাফার এ কে এম মহসিন, বাসসের সহকারী সম্পাদক সীমা আক্তার, দৈনিক মানবকন্ঠের শেখ লাভলী হক লাবণ্য, জুবায়ের আহমেদ নবীন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি যায়যায়দিন ও জিটিভি’র জেলা প্রতিনিধি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক আমাদের সময় ও বাংলা নিউজ ২৪’র জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাসস’র জেলার প্রতিনিধি মো. ইকবাল হোসেন, সাবেক সভাপতি যুগান্তরের জেলা প্রতিনিধি আরিফ-উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও জাস্ট নিউজ’র জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজল, দৈনিক জনকন্ঠের আরাফাত মুন্না, দৈনিক জনতার জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

পরে সাংবাদিক শাহজাহান মিয়াকে আহবায়ক ও স্বপন দাস গুপ্তকে সদস্য সচিব করে নতুন এ সংগঠনের আহবায়ক কমিটির ঘোষণা করা হয়।

এদিকে, মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা তীরের পদ্মা রিসোর্ট শনিবার দিনভর ঢাকায় কর্মরত ও স্থানীয় সাংবাদিকেদের মিলন মেলায় পরিণত হয়। ঢাকা ও মুন্সীগঞ্জে কর্মরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সাংবাদিকদের সৌহার্দ্য, সমপ্রীতি আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি সম্মেলন।

সকাল ১০টা থেকে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা পদ্মা রিসোর্ট এ সমবেত হন। এ সময় তারা পদ্মা তীরের মনমুগ্ধকর পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

জাস্ট নিউজ
========

পদ্মাপাড়ে প্রীতি সম্মেলনে সাংবাদিকেদের মিলন মেলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার তীরে অবস্থিত পদ্মা রিসোর্টে শনিবার সাংবাদিকদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকায় কর্মরত দেশ বরেণ্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থি ছিলেন।

সকাল ১০টা থেকে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা লৌহজংয়ের পদ্মা তীরের পদ্মা রিসোর্ট এ সমবেত হয়। তারা পদ্মা তীরের মনমুগ্ধকর পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় ওই রিসোর্টটি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

পরে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকা’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার স্বপন দাসগুপ্ত।

আলোচনা সভা শেষে শাহজাহান মিয়াকে আহবায়ক, ওমর ফারুককে যুগ্ন আহবায়ক ও স্বপন দাস গুপ্তকে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির পরবর্তী সভায় পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

সংগঠনের সদস্য সচিব ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার স্বপন দাস গুপ্ত জানান, ঢাকা ও মুন্সীগঞ্জ-বিক্রমপুরে কর্মরত সাংবাদিকদের প্রীতি সম্মেলনে এ অঞ্চলের দেশবরেণ্য সব সাংবাদিক অংশ নেন।

বার্তা২৪

=================

Leave a Reply