প্রীতি সম্মেলন নিয়ে প্রকাশিত সংবাদের মিশ্র প্রতিক্রিয়া !

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম
আব্দুস সালাম: জেলার লৌহজং উপজেলার পদ্মাপাড়ে ঢাকা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রীতি সম্মেলন ও ‘‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকা’’-নামে মিডিয়া কর্মীদের নতুন সংগঠনের যাত্রা শুরু নিয়ে দেশের বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে রোববার সারাদিন মুন্সিগঞ্জের সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাকিদের পরিচিতি ভুলভাবে প্রকাশিত হয়েছে। এছাড়া বিশিষ্টি সাংবাকিদের নাম জুনিয়ার সাংবাদিকদের পড়ে স্থান পেয়েছে। রোববার বিকেলে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এ নিয়ে এক জরুরী সভায় প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা তথ্য নির্ভর ও বস্ত্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একমাত্র দৈনিক সমকালকে সাধুবাদ জানান।

শহরের নিজস্ব ভবনের প্রয়াত সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে বিকেল ৪ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মাহবুবুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, বাংলাভিশনের সোনিয়া হাবিব লাবনী, ইসলামিক টিভির আব্দুস সালাম, নিউ এজের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন আকাশ, দেশ টিভির সুজন হায়দার জনি, বাংলাদেশ সময়ের শেখ মো: রতন, এটিএন নিউজের ভবতোষ চৌধুরী নুপুর, মাই টিভির মঈনউদ্দিন সুমন, আমাদের অর্থনীতির নাদিম মাহমুদ প্রমুখ।

সভায় সাংবাদিকরা জানান, একটি জাতীয় দৈনিকে (কালের কন্ঠ) প্রীতি সম্মেলনের সম্মানিত অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের নাম স্থানীয় সাংবাদিকদের নামের অনেক পেছনে উল্লেখ করেছে-যা অত্যন্ত দু:খজনক। বাজারে আসা নবাগত একটি দৈনিকে (মানবকন্ঠ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে সাবেক সভাপতি উল্লেখ করাও অনভিপ্রেত ঘটনা। আবার একাধিক দৈনিকে (যুগান্তর, কালেরকন্ঠ ও মানবকন্ঠ) মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে-তাও সঠিক নয় বলে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভায় দাবী করা হয়েছে। অপর একটি দৈনিকে (বাংলাদেশ প্রতিদিন) প্রীতি সম্মেলনে উপস্থিত থাকা ঢাকায় কর্মরত প্রবীন ও প্রথিযশা বরেন্য সাংবাদিকদের অনেকের নাম বাদ দিয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকের নামের প্রধান্য দেওয়া হয়েছে। এমন ভুল ও ইচ্ছা মতের প্রকাশিত সংবাদ নিয়ে মুন্সিগঞ্জের সাংবাদিকদের একাংশের মাঝে রোববার দিনভর ক্ষোভের সঞ্চার হয়।

প্রীতি সম্মেলন ঘিরে লৌহজংয়ের পদ্মা রিসোর্টে গত শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রবীন ও নবীন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সেখানে দেখা গেছে প্রানের উচ্ছাস। অথচ রোববার দেশের কয়েকটি জাতীয় দৈনিকে ভুল তথ্য পরিবেশনের মধ্য সংবাদ প্রকাশ করায়- সাংবাদিকদের সেই উচ্ছাসকে ভূলুন্ঠিত করেছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক মহলের একাংশ।

টিএনবি২৪

Leave a Reply