মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ: ৬ জনের বিরুদ্ধে মামলা

আব্দুস সালাম: মুন্সিগঞ্জ ইদানিং প্রেমজনিত অপরাধ প্রবনতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রাশসনিক উদাসীনতা ও অবাধে ছেলে মেয়ে ঘুরাকেই দায়ী করছেন সচেতন অভিভাবক। এ বিষয়টি নিয়ে চরম আতংকে দিন কাটাচ্ছেন মুন্সিগঞ্জের মেয়েদের বাবা মায়েরা। কয়েকদিন পূর্বে যশোহর থেকে কালো মেয়ে মোবাইল প্রেমে প্রেমিকের বাড়ি থেকে বিতাড়িত হয়ে শ্রীঘরে ঢুকেছেন। এক দিন আগে গাইবান্ধা থেকে মেয়ে ও ছেলে মুন্সিগঞ্জ এসে কোর্ট চত্বরে পুলিশের হাতে ধৃত হয়ে ছেলে এখন গাইবান্ধা শ্রীঘরে রয়েছে। এভাবেই চলছে সামাজিক জীবন।

এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জে স্কুলছাত্রী তানজিলা আক্তার মনিরাকে (১৪) উত্ত্যক্ত ও অপহরণের অভিযোগে বখাটে র“বেলসহ ৬ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা র“জু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে স্কুলছাত্রীর মা মাসুদা বেগম বাদী হয়ে সদর থানায় মামলাটি র“জু করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার মজিবুর রহমানের মেয়ে এ ভি জিএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার মনিরাকে স্কুলে যাওয়ার সময় চরকিশোরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে রুবেল উক্ত্যক্ত করতো। গত ১২ এপ্রিল স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রুবেল ও তার সহযোগীরা মনিরাকে অপহরণ করে নিয়ে যায়।


এদিকে স্থানীয় সূত্র জানায়, স্কুলছাত্রীর মনিরার সঙ্গে রুবেলের প্রেমের সর্ম্পক ছিল। তারা স্বেচ্ছায় পালিয়েছে বলে সূত্রটি দাবী করে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে। এছাড়া স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে না স্বেচ্ছায় পালিয়েছে তারও তদন্ত শুরু হয়েছে।

সংবাদ প্রতিদিন

Leave a Reply