খালইস্ট কাঁচাবাজার থেকে ২ জামায়াত কর্মী গ্রেফতার

সোমবার সন্ধ্যায় আলী হোসেন (৩৫) ও জহিরুল ইসলাম (২৪) নামে ২ জামায়াত কর্মীকে শহরের খালইস্ট কাঁচাবাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। আলী হোসেন আদর্শ মাদ্রাসার শিক্ষক ও জহিরুল ইসলাম একই মাদ্রাসার ছাত্র বলে সদর থানার এসআই মোশারফ হোসেন জানিয়েছেন। তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় বাজারের দুধপট্টি এলাকায় মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।


আলী হোসেনের শহরের মধ্য কোর্টগাঁও এলাকার মরহুম শামসুল হক এবং জহিরুল ইসলামের শরীয়তপুরের চরচাটাং গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

জাস্ট নিউজ
=============

মুন্সীগঞ্জে ২ শিবিরকর্মী গ্রেফতার

মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে পুলিশের পাহারায় ১৮দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাড়ি ফেরার পথে শিবিরের দু’নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এ.বি.এম ফজলুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাই।

সভায় অন্যান্যদের আরো দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল হক মাদবর, অ্যাসিটেন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল জিহাদী, মিরকাদিম পৌর বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ওলামা দলের আহবায়ক মনির হোসেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি নুরুল হক পাটোয়ারী,বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম সিয়াম ও বাংলাদেশ খেলাফত মজলিশ মুন্সীগঞ্জ শাখার সেক্রেটারি এ.বি.এম মশিউর রহমান।

সভাশেষে জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাইকে সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ.বি.এম ফজলুল করীমকে সহ-সভাপতি করে মুন্সীগঞ্জ জেলা ১৮ দলীয় জোটের ১৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জেলা বিএনপি’র সেক্রেটারী আলী আসগর রিপন মল্লিক,গজারিয়া বিএনপি’র সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ.কে.এম ইরাদত মানু,মিরকাদিম পৌরসভা বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন,লৌহজং বিএনপি’র সভাপতি শাহজাহান খান, জেলা জামায়াতের অ্যাসিটেন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল জিহাদী, সাংগঠনিক সেক্রেটারী নূরুল হক পাটোয়ারী, পৌর জামায়াতের আমির মোনায়েম খান,কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, লেবার পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম সিয়াম ও বাংলাদেশ খেলাফত মজলিশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মশিউর বিন আনোয়ার।

জামায়াত নেতা-কর্মী গ্রেফতার প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, “রাস্তায় পেয়েছি, তাই ধরেছি।”

এদিকে, জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীর গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা-কর্মীরা।

বার্তা২৪

Leave a Reply