গজারিয়ায় ৩ ছিনতাইকারীকে গণপিটুনি

গজারিয়া সহাসড়কে সিএনজি চালক ছুরিকাহত হবার ঘটনায় ৩ ছিনতাইকারী গণপিটুনির শিকার রয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওসি শহীদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছিনতাইকারীদের নিয়ে চালক সিএনজিযোগে রবিবার রাতে উপজেলার ভিটিকান্দিতে আসেন।

এ সময় ছিনতাইকারীরা চালকের টাকা লুটে নিতে চাইলে ধস্তাধস্তি হয়। ছুরিতে আহত চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সোমবার দুপুরে চালক সোলায়মান (২৬) মামলা করেছেন।


আহত চালককে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেঙ ও ছিনতাইকারী মামুন (২০), সজিব (২৩) ও শাকিল (২২)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুনের বিরুদ্ধে আরও একটি ডাকাতি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।

জাস্ট নিউজ

Leave a Reply