মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে জেলার অর্ধসহস্রাধিক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চল্লিশ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলাপরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। জেলা পরিষদ নির্বাহী কর্মকতা মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জতি সঠিক শিক্ষায় শিক্ষত হলেওই দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। তাই সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং দেশের সার্বিক উন্নয়নে দেশ প্রেম লালন করে ঐক্যবদ্ধভাবে কাজ করুণ।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply