মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, খুন, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে এ সভায় উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরা হয়। গত মাসে খুন, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক দ্রব্যসহ বিভিন্ন বিষয়ে মোট ২১৪টি মামালা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে খুনের মামলা হয়েছে চারটি, নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ১৭টি, মাদক দ্রব্য মামলা ১১৪টি চুরি ও সিধেল চুরির মামলা পাঁচটি, দ্রুত বিচার আইনে মামলা হয়েছে চারটি, পুলিশ আক্রান্ত ও বিস্ফোরক মামলা হয়েছে একটি করে। বিশেষ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার পুলিশ ব্যাপক তৎপর হয়েছে বলে আলোচনায় উঠে আসে।
জেলা প্রশাসক আজিজুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুখেন ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা জামাল হোসেন ও কবির মাস্টার এপিপি অ্যাডভোকেট নাছিমা আক্তার।
বার্তা২৪
Leave a Reply