মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে মালিকানা বিরোধ সক্রান্ত স্থানে দোকান ঘরের ভিটি পাকাকে কেন্দ্র করে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সাংবাদিকরা বাদী পক্ষের কাছে আদালতে মামলা দায়ের করছে কিনা জানতে চাইলে, বাদী পক্ষের নাসির জানান, আমরা এখোনো আদালতে কোন মামলা দায়ের করি নাই। তাহলে পুলিশ এর উপস্থিতির কারন জানতে চাইলে সে জানায় পুলিশ তো আর এমনে আসে নাই……….।
জানাগেছে উপজেলার হাসাইল বাজারে দোকানের ভিটি নিয়ে দির্ঘদিন যাবৎ জালাল পাঠান ও শওকত মোল্লার সাথে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ স্থানে দির্ঘদিন যাবৎ শওকত মোল্লা দোকানঘর উঠিয়ে ব্যাবসা চালিয়ে আসছিলো। উক্ত পাটাতন দোকন ঘরটি সংস্কার করে ভিটি পাকা করতে গেলে মঙ্গলবার রাতে জালাল পাঠানের ভাতিজা নাসির টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করতে যায়। সে সময় পুলিশ নাসিরকে আদালতে গিয়ে নালিশ করার পরামর্শ দেয়।
কিন্তু বুধবার উক্ত বিরোধ সংক্রান্ত বিষয়ে ঘটনাস্থলে টঙ্গীবাড়ী থানা পুলিশের এএসআই ইমান আলি উপস্থিত হলে সাংবাদিকরা নাসির এর কাছে জানতে চায় তারা আদালতে কোন নালিশ করছে কিনা ? নাসির আদালতে নালিশ করে নাই বলে উল্লেখ করে জানায় পুলিশতো আর আমনে আসে নাই…..।
বুঝতেইতো পারছেন আদালতে আভিযোগ করলে ব্যাবস্থা নিতে দেরী আইবো তাই পুলিশকে ম্যানেজ করেই আনা হইছে। এদিকে স্থাণীয় দোকানদাররা জানান,উক্ত দোকানঘর নিয়ে এর আগে এলাকায় বিচার শালিশী অনুষ্ঠিত হয়। বিচারে শওকত মোল্লার পক্ষে রায় দিলেও জালাল পাঠান গং তাদের রায় অমাণ্য করে পুলিশ নিয়ে আসছে।
ব.ম শামীম : বাংলাপোষ্ট২৪
Leave a Reply