আজ আবদুল করিম ব্যাপারীর ১ম মৃত্যুবার্ষিকী

সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক জননেতা আবদুল করিম ব্যাপারীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ মুন্সীগঞ্জের রামগোপালপুরের গ্রামের বাড়িতে দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত, পুষ্পাঞ্জলি এবং শনিবার দোয়া মাহফিল, আলোচনা সভা ও গরিবদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকার ৩০নং শিরিশ দাস লেন, বাংলাবাজারের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত বছর এই দিনে বার্ধক্যজনিত রোগে বাংলাবাজারের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি মুসলিম লীগের প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইস্ট পাকিস্তান পার্লামেন্ট মেম্বার (প্রাদেশিক পরিষদ) নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি এমএলএ নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়ী হন। তিনি দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়িক সংগঠনসহ জনহিতকর নানা কাজে তিনি অবদান রাখেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মুন্সীগঞ্জের বৃহৎ ব্যবসায়ী সংগঠন বিনোদপুর বণিক সমিতির সভাপতি ছিলেন।

Leave a Reply