মুন্সীগঞ্জে মহিলা দলের র‌্যালি-আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের থানারপুল জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরাতন বাসস্যান্ড ঘুরে পুনরায় পার্টি অফিসের সাসনে এসে শেষ হয়।

এর আগে পার্টি অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে দুপুর ১২ টার দিকে পার্টি অফিসে শহর মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সভাপতি রহিমা সিকদার, সেলিনা আক্তার রুবি, সেলিনা আক্তার বিনা, ফেরদৌসি আক্তার, যুগ্ন-সম্পাদক রোজিনা বেগম, বাছিরুন নেছা প্রমুখ।


এদিকে আলোচনা সভা শেষে এক সভায় সাফিয়া খাতুনকে সভাপতি, সুলতানা বেগমকে সিনিয়র সহ-সভাপতি, বাছিরুন নেছাকে সাধারণ সম্পাদক ও রিমা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জাস্ট নিউজ

Leave a Reply