মুন্সীগঞ্জে ওবামা ও বুশের কুশপুত্তলিকা দাহ

হযরত মুহাম্মদকে (সা:) ব্যঙ্গাত্মক করে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে
হযরত মুহাম্মদকে (সা:) ব্যঙ্গাত্মক করে চলচ্চিত্র নির্মান করার প্রতিবাদে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা দাহ, কাফেরদের প্রতিকী কবর রচনা করা হয় ও কাফেরদের প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ মিনিটের মানববন্ধন করে মুসল্লিরা। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় দুপুর ২ টা থেকে ২ টা ১০ মিনিট পর্যন্ত মাওলানা আব্দুস সালাম ও মুফতি আব্দুর রহিমের নেতৃত্বে সহস্রাধিক মুসল্লি এ মানববন্ধন করে। এর আগে জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল বের করে বালুয়াকান্দি এলাকায় মহাসড়কে এসে জমায়েত হন মুসল্লিরা।

শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জ শহর জুড়ে মিছিলে মিছিলে বিক্ষোভে ফেঁটে পড়েন মুসল্লিরা। শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের হলে গোটা শহর মিছিল-বিক্ষোভের নগরীতে পরিণত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে আমেরিকাকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। শহরের পুরাতন কাচারী থেকে শহর জামে মসজিদ, দক্ষিন কোর্টগার্ট লিচুতলা জামে মসজিদ, সদর থানা জামে মসজিদসহ শহর ও শহরের বাইরের বিভিন্ন মসজিদে জুম্মা আদায় শেষে হাজার হাজার মুসল্লির অংশ গ্রহনে খন্ড খন্ড মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের সুপার মার্কেট, থানারপুল চত্বর, প্রধান বাজার, জুবলী রোড ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এক পর্যায়ে শহরের থানারপুল চত্বরে বিক্ষোভকারী মুসল্লিরা জমায়েত হয়। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বুশের কুশপুত্তলিকা দাহ, কাফেরের বেশ কয়েকটি প্রতিকৃতি প্রতিকী কবর দেওয়া হয়। পরে প্রতিকী কবরে কাফেরদের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে মুসল্লিরা।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply