নানা অব্যবস্থাপনা ও লোকবল সঙ্কটে খুড়িয়ে চলছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। ২০০৬ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলেও লোকবল রয়েছে ৫০ শয্যার। তার উপর চারজন সিনিয়র কনসালটেন্টের মধ্যে তিনটি পদ শূন্য। এছাড়া অভিযোগ রয়েছে দায়িত্বরত চিকিসৎসকরা হাসপাতালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট ক্লিনিক ও নিজস্ব চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দেখা মিলে না কর্তব্যরত চিকিৎসকদের।
জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহরের প্রাণকেন্দ্রেই নির্মিত হয়েছিল মুন্সীগঞ্জ সদর হাসপাতাল। প্রথমে ৩৩ শয্যা থেকে ৫০ ও পরে ২০০৬ সালে ১০০ শয্যায় উন্নীত করে নামকরণ করা হয় মুন্সীগঞ্জ জেনালের হাসপাতাল। সে সময়ে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন হলেও বাড়ানো হয়নি লোকবল।
৫০ শয্যার লোকবল নিয়ে কোনো মতে খুড়িয়ে খুড়িয়ে চলছে ১০০ শয্যার এ হাসপাতাল। চিকিৎসা নিতে আসা রোগীরা পড়ছেন নানা বিড়ম্বনায়। কাউন্টারে লম্বা লাইনে টিকেট সংগ্রহের বিড়ম্বনা শেষে শুরু হয় চিকিৎসকের দেখা পাবার অপেক্ষা।
সম্প্রতি হাসপাতাল ঘুরে প্রায় সবগুলো কক্ষই চিকিৎসক শূন্য দেখা গেছে। বাইরে অপেক্ষমান রোগীদের দীর্ঘ লাইন। দেখা মিলছে না চিকিৎসকদের।
রোগীদের অভিযোগ, এ চিত্র প্রতিদিনের। হাসপাতালে না বসে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিক ও তাদের নিজস্ব চেম্বারে রোগী দেখেন।
দায়িত্বে অবহেলার পাশাপাশি কর্তৃপক্ষের খারাপ আচরনেরও অভিযোগও পাওয়া গেছে। এছাড়া প্রায় সব ধরনের ওষুধ হাসপাতাল থেকে সরবারহ করার কথা থাকলেও জ্বর-ও সর্দিকাশিসহ কিছু সাধারণ ওষুধ ছাড়া সব ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হয়।
সব অভিযোগের সত্যতা স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. বনদীপ লার দাস বল্লেন, ইচ্ছে থাকলেও একবারে সব সমস্যার সমাধান করা সম্ভব না। তবে আগের চেয়ে এখনকার পরিস্থিতি অনেক ভাল। এছাড়া হাসপাতাল নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান তিনি।
শুধু পরিকল্পনা নয়, যথাযথ উদ্যোগ নিয়ে হাসাপাতালের সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এমটাই প্রত্যাশা সকলের।
বার্তা২৪
Leave a Reply