পদ্মা সেতু নিয়ে রাজনীতি করতে গিয়ে বিরোধী দলের মুখে যে চুনকালি পড়েছে তা জাতি চিরদিন স্বরণ রাখবে

হুইপ এমিলি
জাতীয় সংদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, ধর্মকে পুঁজি করে রাজপথ উত্তপ্ত করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে তাদের সে স্বপ্ন আওয়ামী লীগ সরকার পূরণ হতে দেবেনা।

পদ্মা সেতু নিয়ে রাজনীতি করতে গিয়ে বিরোধী দলের মুখে যে চুনকালি পড়েছে তা জাতি চিরদিন স্বরণ ¯^iY রাখবে। তারা দেশে এক অরাজকতার সৃষ্টি করতে চাইছে, কিন্তু আওয়ামী লীগ সরকার সে পরিবেশ তৈরী করার সুযোগ দেতে না। তিনি সোমবার লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের মালির অংকে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ডাক বাংলা উদ্বোধন কালে আলোচনাসভায় একথা বলেন।

হুইপ এমিলি আরো বলেছেন, পদ্মা সেতু হলে শুধু লৌহজং উন্নত হবে না বরং গোটা জাতিরই উন্নতি হবে। দেশের মাথাপিছু আয় বাড়বে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন, লৌহজং উপজেরা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও সাইফুল ইসলাম,সেলিম আহমেদ মোড়ল, জাকির বেপারী রানু আক্তার, সহকারী প্রকৌশলী ইসরাফিল আল হারুন, মেহেদি হাসান, তোফাজ্জল হোসেন তপন প্রমুখ। জেলা পরিষদের অর্থায়নে ৭৯ লাখ টাকা ব্যয়ে লৌহজংয়ের উপজেলা সদরের মালিরঅঙ্কে এই আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হয়।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply