ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের হিন্দু যুবক নান্টু দাস (২৫) ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহন করে উপজেলার রান্ধুণী বাড়ি গ্রামের ওবায়দুল্লাহ মুন্সীর মেয়ে হ্যাপি আক্তারকে বিয়ে করে এখোন শ্রীঘরে রয়েছেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে টঙ্গীবাড়ী থানা এস আই আহসান জানান। গতকাল মঙ্গলবার বিকেলে উক্ত প্রেমিক যুগলকে নেত্রকোনার পূর্বধলা থানা হতে উদ্ধার করে টঙ্গীবাড়ী থানায় নিয়ে আসা হয়।
জানাগেছে, সিন্টু দাসের ছেলে বেতকা বাজারের স্বর্ণের দোকানদার নান্টু দাসের সাথে ওবায়দুল্লাহ মুন্সীর মেয়ে রামপাল কলেজের ইন্টামিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী হ্যাপী আক্তারের সাথে দির্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। এর জের ধরে গত ২২ শে সেপ্টেম্বর প্রেমের টানে উক্ত প্রেমিক যুগল ঘর ছেরে নেত্রকোনা জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গিয়ে নান্টু নাম পরিবর্তন করে জুবায়েদ ইসলাম নাম গ্রহন করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে হ্যাপি আক্তারকে বিয়ে করে।
এদিকে হ্যাপির পিতা বাদী হয়ে গত ২৪ শে সেপ্টেম্বর টঙ্গীবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে টঙ্গীবাড়ী থানা পুলিশের দেওয়া তথ্য অনুসারে পূর্বধলা থানা পুলিশ উক্ত প্রেমিক যুগলকে আটক করে। নান্টু জানান আমাদের মধ্যে দির্ঘদিন প্রেমের সর্ম্পক ছিলো। এজন্য আমি নাম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহন করে হ্যাপিকে আদালতে গিয়ে বিয়ে করেছি। হ্যাপি জানান আমি স্বেচ্ছায় নান্টুর সাথে চলে গিয়েছিলাম কেউ আমাকে অপহরণ করেনি।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply