মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দাইসার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাওহীদের দুই জঙ্গীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্রাইম প্রিভেনশন কোম্পানী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, এরা মুন্সিগঞ্জে তাদের পুস্তিকার মাধ্যমে প্রচারনা চালাচ্ছিলো। এসব প্রচারনার কারনে সাধারন মানুষ ক্ষুব্ধ হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা দেখা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৬টি বই, ১৮টি সিডি ও লিফলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় হস্তান্তও করা হয়।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply