পদ্মা পাড়ি দিতে না পেরে ফিরলেন ডেপুটি স্পিকার

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মাওয়ায়-কাওড়াকান্দি নৌ-পথে পদ্মা নদী পাড়ি দিতে না পেরে ঢাকায় ফিরে এসেছেন ডেপুটি স্পিকার শওকত আলী। মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় ডেপুটি স্পিকার দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য মাওয়ায় আসেন। কিন্তু পদ্মা নদীতে তীব্র ¯্রােতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় তিনি ঢাকায় ফিরে যান।

“বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাত্র ৩টা ফেরি মাওয়া ঘাট থেকে ছেড়ে গেছে। স্রোতের বিপরীতে ফেরিগুলো ঠিকমত চলতে পারছে না। এতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েকশ যাত্রী পদ্মা পাড়ি দিতে পারেননি,” বলেন তিনি।

সিরাজুল হক আরো বলেন, তীব্র স্রোতে অন্য জাহাজ দিয়ে ফেরি টেনে আনতে হচ্ছে। এখন ৮টি ড্রেজার পদ্মায় থাকলেও স্রোতের কারণে কাজ করতে পারছে না।


তীব্র স্রোতে যে কোনো সময় ফের ফেরি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে বুধবার সকালে মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেছিলেন, “পদ্মার পানি মঙ্গলবার ১৩ সেন্টিমিটার ও বুধবার ৯ সেন্টিমিটার বাড়ায় স্রোতের তীব্রতা বেড়ে গেছে।”

পলি পড়ে গত শনিবার থেকে নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় পরদিন রাতে ‘শাহ মখদুম’ নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এতে ফেরি সার্ভিস সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকে। সোমবার থেকে কবুতরখোলা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply