মহানবীকে অবমাননা করে সিনেমা:বিশাল বিক্ষোভ মিছিল

মহানবীকে (সা) অবমাননা করে নির্মিত মার্কিন চলচ্চিত্রের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। মুক্তারপুর সরকারপাড়া ঈদ গাঁ প্রায় চার হাজার মুসল্লী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ধলেশ্বরী নদীর তীর খেসে রিকাবী বাজার খুরে দয়ালবাজার হয়ে আবার মুক্তারপুরে ফিরে আসে। আরেকটি বিক্ষোভ মিছিল পঞ্চসার এবং শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে। মসজিদের ইমামগণসহ শতশত মুসল্লীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেন ।

বিক্ষেভকারীরা জানান, দ্যা ইনোসেন্স অব মুসলিম নামে যে ছবিটি নির্মান করে প্রচার করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ছবিতে ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদকে (সা) অসম্মান করা হয়েছে। যা কোন মতেই বরদাস্ত করা হবে না। তারা অবিলম্বে নির্মাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply