মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা দালালদের হাতে জিম্মি!

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের আখড়ায় পরিণত হয়েছে। তারা হাসপাতালটি একরকম জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ পাওয়া গেছে, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ করলে দালালদের হাতে তাদের নাজেহাল হওয়ার ঘটনা ঘটে। দালালদের দেখলে মনে হয়, তারা হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আর কর্মচারীদের মনে হয়, অসহায় মানুষ।

ঢাকার কাছের জেলা মুন্সীগঞ্জ। ১৯২৩ সালে ৫০ শয্যা নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের যাত্রা শুরু।

জানা গেছে, ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও ৫০ শয্যার জনবল দিয়েই কাজ চলছে গত ৬ বছর ধরে। তাও আবার ৫০ শয্যার লোকবলও নেই হাসপাতালে। এ অবস্থায় উন্নতি তো দূরের কথা, রাজধানী ঢাকার কাছের জেলার এ হাসপাতালটির চিকিৎসা সেবা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

জেলার ১০০ শয্যা হাসপাতালসহ ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এছাড়া জেলার ২৬টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৮১টি কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।

এমতাবস্থায় ডাক্তারের শূন্য পদ, অনুপস্থিতি, জনবল না থাকা, ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে বর্তমানে মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে।

হাসপাতালের ওষুধ চুরি:

জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া ওষুধ চুরি করে তা বাইরে বিক্রি করার অভিযোগ রয়েছে অনেকদিন ধরেই। রোগীরা কোনো ওষুধ পাননা। তাদের সবরকম ওষুধই কিনতে হয় বাইরের দোকান থেকে।

তাছাড়া রোগীদের খাবার সরবরাহে অনিয়ম তো নিত্যদিনের ঘটনা!

ডায়াগনস্টিক সেন্টারের কাছে জিম্মি রোগীরা

জেনারেল হাসপাতালসহ টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এখন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পুরুষ ও মহিলা দালালদের হাতে জিম্মি।

তাদের প্ররোচণায় ডাক্তাররা কমিশনের লোভে প্রয়োজন ছাড়াই দূর-দূরান্ত থেকে আগত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করছেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবার পরিবর্তে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারমুখি হয়ে রোগীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদন থাকলেও নবায়ন ছাড়াই চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে গোপন যোগসাজসের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিম্নমানের চিকিৎসা।

সংশ্লিষ্ট সূত্র ও একাধিক রোগীর সঙ্গে আলাপকালে এমন চিত্রই ফুটে উঠেছে।

উল্লিখিত একাধিক সমস্যা জর্জরিত মুন্সীগঞ্জের স্বাস্থ্য সেবার নিশ্চয়তা এখন শূন্যের কোঠায় অবস্থান নিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ কাগজপত্র সঠিক রেখে ও লোকদেখানো কিছু পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনকি একাধিকবার লিখিতভাবে জানালেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে কোনো উদ্যোগ না নেওয়ায় মুন্সীগঞ্জ জেলার ১৫ লাখ মানুষ দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত।

চিকিৎসক সংকট:

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৪টি সিনিয়র কনসালট্যান্টের পদের মধ্যে ৮ বছর ধরে মেডিসিন, ২ বছর ধরে নাক-কান ও গলা এবং দেড় বছর ধরে চক্ষু বিভাগের কনসালট্যান্টের পদ শূন্য রয়েছে।

সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট নেই, জুনিয়র দিয়ে চালানো হচ্ছে এ বিভাগটি। এছাড়া দারোয়ান, মালী, এমএলএসএস ও ইলেক্টিশিয়ানের পদও নেই এ হাসপাতালে।

শুধু আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কোনো ডাক্তারই মুন্সীগঞ্জে থাকেন না। তারা ঢাকা থেকে আসেন।

অন্যদিকে, এ হাসপাতালের ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে ২টি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। একটি সচল থাকলেও তা কয়েকদিন পর পর মেরামত করে চালু রাখা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-৩ আসন) এম ইদ্রিস আলীর উপস্থিতিতে একাধিকবার অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে একাধিকবার আলোচনা ও সিদ্ধান্ত হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।

এবিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এহসানুল করিম বাংলানিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানালেও কোনো সুরাহা হয়নি।

দালালদের হাতে জিম্মি কর্মকর্তারা:

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালটি একরকম জিম্মি করে রেখেছে এসব দালালরা। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ করলে দালালদের হাতে নাজেহাল হতে হয়। দালালদের দেখলে মনে হয়, তারা হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কর্মচারী।

রোগী ও স্বজনরা অভিযোগ করে বাংলানিউজকে জানান, যে কয়েকজন ডাক্তার হাসপাতালে কর্মরত আছেন, তারা নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন না। বিভিন্ন অজুহাত দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে মাসের পর মাস বেতন নিচ্ছেন।

খোঁজ নিয়ে দেখা দেছে, নিয়মিত ৬ থেকে ৭ জন ডাক্তার কর্মস্থলে উপস্থিত থেকে দূর-দূরান্ত থেকে আগত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তারাও দুপুর ২টার পর চেম্বারে গিয়ে রোগী দেখার জন্য কর্মস্থলে ছেড়ে চলে যান।

বহির্বিভাগের অবস্থা:

বহির্বিভাগ সূত্র জানায়, বিভিন্ন বিভাগের ডাক্তারের অনুপস্থিতি ও ৩টি সিনিয়র কনসালট্যান্টের পদ শূন্য থাকায় প্রতিদিন গড়ে ৪শ রোগীকে চিকিৎসা দিতে এসব ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। ঈদের পর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গড়ে ৪শ রোগীকে জেনারেল হাসপাতালের বহির্বিভাগে টিকেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বাংলানিউজকে জানান, সোমবার তার ছেলে মাহমুদ হোসেনকে নিয়ে চর্ম রোগের ডাক্তার দেখাতে বর্হিবিভাগে টিকেট কাটেন তিনি। পরে দেখেন, হাসপাতালে চর্ম রোগের কোনো ডাক্তারই নেই। ফলে, জরুরি বিভাগে কর্মরত ডাক্তারের মাধ্যমে সাধারণ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৫০ শয্যা বিশিষ্ট ৫টি স্বাস্থ্য কমপ্লেক্স, ২৬টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৮৬টি কমিউনিটি ক্লিনিকে ডাক্তাররা নিয়মিত কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলা পর্যায়ে একমাত্র বজ্রযোগনী উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের ১টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলো চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। জেলার নিরীহ মানুষজন এ কেন্দ্রগুলো থেকে কোনো চিকিৎসাই পাচ্ছেন না।

জেলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক ও মাতৃমঙ্গল কেন্দ্রেরও বেহাল অবস্থা। সমাজ সেবা বিভাগ থেকেও আশানুরূপ কোনো সাহায্য মিলছে না। অব্যবস্থাপনা, সরঞ্জাম ও জনবলের অভাবে জেলার আপামর জনসাধারণ এ প্রতিষ্ঠানগুলো থেকেও সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে একমাত্র ইপিআই কার্যক্রমে কিছুটা সফলতা লক্ষ করা গেছে।

সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে বাংলানিউজকে জানান, এমন অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে একাধিকবার পরিদর্শনে গিয়ে অনুপস্থিত থাকা ডাক্তারদের তালিকা তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া এ পর্যন্ত পর্যায়ক্রমে ২০ জন ডাক্তারকে শোকজ করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সমস্যা নিরসনের লক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

সরকারি বরাদ্দ সঠিক সময়ে না পাওয়ায় স্বাস্থ্য সেবার উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। এছাড়া জনবল কম থাকার সুযোগে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

সরকারি ওষুধ চুরি প্রসঙ্গে সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস বাংলানিউজকে বলেন, “ওষুধ চুরি করে বাইরে বিক্রি ঠেকাতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বর্তমানে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।”

কাজী দীপু : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply