শ্রীনগরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া

আরিফ হোসেন: শ্রীনগরে ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে সরকারী শ্রীনগর কলেজে এ সংঘর্ষ বাধে। পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নিয়ে শ্রীনগর বাজার পর্যন্ত ছড়িয়ে পরে। এসময় তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এতে শ্রীনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু দাবী করেন ছাত্রদল কলেজ ক্যাম্পাসে সমাবেশে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেয়। ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বক্তব্যের প্রতিবাদ করলে ছাত্রদল তাদের উপর হামলা চালায় ।

এতে আমাদের তিনজন কর্মী আহত হয়। এখবর ছড়িয়ে পরলে ছাত্রলীগের অন্যান্য কর্মীরা এগিয়ে আসে। ফলে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপরদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি যুবরাজ খান কাজল জানান, আমরা কাউকে কটাক্ষ করে কোন বক্তব্য দেইনি। দলীয় কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ করার সময় ছাত্রলীগ আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে আমাদের দুজন কর্মী আহত হয়।

Leave a Reply