সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের নীমতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিএনজি পাম্প হয়ে মহাসড়কের এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।

ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের সভাপতি ইকবাল হোসেন সম্রাটসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।

ইয়াসিন সুমনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, যুবদল নেতা আফাজউদ্দিন, আলী আকবর, মোহন মোড়ল, আবু তৈয়ব সনেট, মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল ইসলাম শান্ত প্রমুখ।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা প্রদান বিষয়ক পুলিশের এক মামলায় ২৩ সেপ্টেম্বর ১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের ওই ১২ নেতাকর্মী আদালতের জামিন নিয়ে জেলহাজত থেকে মুক্ত হন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
===============

সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের নীমতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিএনজি পাম্প হয়ে মহাসড়কের এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।

ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের সভাপতি ইকবাল হোসেন সম্রাটসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা। ইয়াসিন সুমনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, যুবদল নেতা আফাজউদ্দিন, আলী আকবর, মোহন মোড়ল, আবু তৈয়ব সনেট, মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল ইসলাম শান্ত প্রমুখ।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা প্রদান বিষয়ক পুলিশের এক মামলায় ২৩ সেপ্টেম্বর ১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের ওই ১২ নেতাকর্মী আদালতের জামিন নিয়ে জেলহাজত থেকে মুক্ত হন।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply