চট্টগ্রাম থেকে গাজীপুর গামী তুলা ভর্তি একটি কার্ভাড ভ্যান ছিনতাই হয়েছে। শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় বাউসিয়া থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও আক্রান্ত চালক জাবেদ মিয়া জানান, তুলা ভর্তি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ঢ ১৬- ০২৬৫) মহাসড়কের গজারিয়া উপজেলার এলাকায় পৌছলে সাদা রংয়ের একটি মাইক্রোবাস কার্ভাড ভ্যানটির গতিরোধ করে। পরে নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে তিন জন লোক অস্ত্রের মাধ্যমে কার্ভাড ভ্যানের নিয়ন্ত্রণ নিয়ে চালক জাবেদ মিয়া (২২) ও তার সহকারী হাবিল (২৫) নেশা জাতীয় ওষুধ খাইয়ে অজ্ঞান করে মহাসড়কের আনারপুরা ফেলে রাখে।
এলাকাবাসীর খবরের হাইওয়ে পুলিশ সকালে অচেতন দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সামান্য সুস্থ হয়ে চালক জাবেদ মিয়া উল্লিখিত ঘটনার বর্ননা দেন। গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, সুস্থ হলে বিস্তারিত জেনে আইনী ব্যবস্থা নেয়া হবে। এদিকে কাভার্ডভ্যানটি গাজীপুর বাইপাসরুট থেকে তুলাসহ ইনটেক কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পুলিশ শনিবার দুপুরে উদ্ধার করেছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply