মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ২ দালাল গ্রেফতার

মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২ দালালকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পাচঘড়িয়াকান্দিস্থ পাসপোর্ট অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শহরের গনকপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইকবাল হোসেন (২৮) ও পাচঘড়িয়াকান্দি গ্রামের নেওয়াজউদ্দিন আলী বেপারীর ছেলে জাহাঙ্গীর আলম।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে টাউন দারোগা আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় দালাল ইকবাল হোসেন ও জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের মুন্সীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়।

বাংলাপোষ্ট২৪: আরিফ উল ইসলাম

Leave a Reply