মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর গত শনিবার দুপুর থেকে ৬টি এবং এরপর সোমবার থেকে আরও ২টি ফেরি চলাচল শুরু করে। মঙ্গলবার সকাল থেকে আরও ৫টি ফেরি চলাচল শুরু করায় এখন চালু থাকা ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ টিতে। বর্তমানে যশোর ও কর্ণফুলী নামে ২টি ছোট ফেরি বন্ধ রয়েছে।

পদ্মায় স্রোতের তীব্রতা আরও কমলে এ ২টি ফেরিও চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, পদ্মায় স্রোতের তীব্রতা কিছুটা কমে যাওয়ায় শনিবার ৬টি ফেরি চালু হয়। এরপর সোমবার বিকেলে ২টি ডাম্প ফেরি যমুনা ও রানীগঞ্জ চালু করা হয়। আর মঙ্গলবার সকাল থেকে বন্ধ থাকা অপর ৫টি ডাম্প ফেরি চালু করা হয়েছে।

এ নিয়ে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে।

তিনি আরও জানান, পদ্মায় স্রোতের তীব্রতা কমতে শুরু করায় নৌরুট শতভাগ সচল করতে ১৫টি ফেরির মধ্যে ১৩টি ফেরি এখন যানবাহন পারাপার কাজে নিয়োজিত রয়েছে। শুধু কর্ণফুলি ও যশোর নামে ২টি ছোট ফেরি বন্ধ রাখা হলেও তা যে কোনো সময় চালু করা হবে।

অন্যদিকে, কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার পথে সোমবার সন্ধ্যায় রো রো ফেরি শাহ্ মখদুমে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনেন ফেরির কর্মচারীরা। ফেরির সাইলেন্সার পাইপে কার্বন জমে আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে ফেরিটি থামিয়ে দেওয়া হয়। ফেরিতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়। এর ২০ ঘণ্টা পর শনিবার দুপুর ২টা থেকে ৬টি ফেরি দিয়ে আবারও ফেরি সার্ভিস চালু করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply