মাওয়ায় ফেরিতে আগুন, ক্ষয়ক্ষতি হয়নি

কাওড়াকান্দি থেকে মাওয়ায় আসার পথে রো রো ফেরি শাহ্ মখদুমে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনেন ফেরির কর্মচারীরা। সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় নৌপথের কাঁঠালবাড়ির কাছে ফেরিটিতে আগুন লাগলে সহশ্রাধিক যাত্রীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরির সাইলেন্সার পাইপে কার্বন জমে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফেরিটি থামিয়ে দেয়া হয়। ফেরিতে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফেরিটি মাওয়ার দিকে রওয়ানা হচ্ছে বলে জানান সিরাজুল।

তিনি জানান, কয়েক মাস আগে এই ফেরিটিতে আগুন লেগে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ফেরির কর্মচারীরা তখন অগ্নিনির্বাপক ব্যবস্থা সম্পর্কে ভাল জ্ঞান না থাকার কারণেই তখন ক্ষতি বেশি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply