রাষ্ট্রদূতের শুভেচ্ছা বিনিময়

রাহমান মনি
জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং জাপানে বসবাসরত প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানই হবে আমার এবং আমার সহকর্মীদের অন্যতম প্রধান লক্ষ্য। কথাগুলো বলেছেন, জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। টোকিও দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত প্রবাসীদের সঙ্গে অনানুষ্ঠানিক এক শুভেচ্ছা (পরিচিতি পর্ব) বিনিময় আয়োজনে মিলিত হন। প্রবাসীরা তার সুস্বাস্থ্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।

১৬ সেপ্টেম্বর রোববার দূতাবাস মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় আয়োজনে দূর-দূরান্ত থেকে প্রবাসীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী মিডিয়া এবং বাংলাদেশ মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ। পরিচিতি পর্বে প্রবাসীরা নিজ পরিচিতি প্রদান ছাড়াও দূতাবাসে বিভিন্ন বিড়ম্বনা, প্রবাস জীবনের বিভিন্ন সমস্যা এবং জাপানে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত ধৈর্যসহকারে প্রবাসীদের কথা শোনেন এবং নোট নেন।

দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার স্বীয় পরিচিতি প্রদান শেষে ইতালির রোমে দেয়া বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উদ্ধৃতি দিয়ে বলেন, প্রবাসে আপনারা যারা বসবাস করছেন তারা সকলেই স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশের শুভেচ্ছা দূত। আমার ভিশন হলো জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক কর্ম তৎপরতার পাশাপাশি প্রবাসীদের সেবা প্রদান আরো আধুনিকীকরণ করে সর্বোচ্চ সেবা প্রদানসহ দূতাবাসকে প্রবাসীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া। প্রবাসীরা যেন দূতাবাসকে বিপদ আপদে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয় কেন্দ্র মনে করতে পারে। রাষ্ট্রদূত বলেন, আপনারা সবাই জানেন দূতাবাসে সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তরিকতার সঙ্গে কাজ করলে অনেক অসম্ভবও সম্ভব হয়। বিতর্কিত কোনো আয়োজন কিংবা ঘরের কোনো আয়োজন ছাড়া দূতাবাস সবসময় আপনাদের পাশে থাকবে। বিশেষ করে দ্বিতীয় প্রজন্ম যারা জাপানে জন্ম নিয়েছে কিংবা জাপানে বড় হচ্ছে তাদের যে কোনো আয়োজনে দূতাবাসকে সবসময়ের জন্য কাছে পাবেন।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ, এই সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে অভিভাবক এবং দূতাবাসকে একযোগে কাজ করতে হবে। প্রবাস প্রজন্মকে বাংলাদেশ, বাংলাদেশের খাদ্য সংস্কৃতি, শিল্প, সাহিত্যÑ সবকিছুই অতি যতœসহকারে শেখাতে হবে। রাষ্ট্রদূত যখন এই কথাগুলো বলছিলেন তখন তাঁর পাশে বসে নোট নিচ্ছিলেন তারই সহকর্মী বিগত দিনের চার্জ দ্য এফেয়ার্স ড. জীবন রঞ্জন মজুমদার। প্রবাসীরা তখন ফিসফাস শুরু করে এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কারণ, ২০১১ সালের ২০ নভেম্বর জাপান প্রবাসীদের সর্ববৃহৎ ঘরোয়া আয়োজন ৪র্থ ‘প্রবাস প্রজন্ম’ আয়োজনে জীবন মজুমদারকে প্রধান অতিথি করা সত্ত্বেও তিনি উপস্থিত থাকেননি। এক সপ্তাহপূর্বে দূতাবাস নিশ্চিত করলেও অনুষ্ঠানের দিন তিনি নিজে উপস্থিত থাকেননি। এমনকি দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পোষ্যদের নিষেধ করার মতো গর্হিত কাজটি করেছেন নিজে ফোন করে। সেই অনুষ্ঠানে ছয়শতাধিক প্রবাসী উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর মতো জাতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি টপ মডেল রোলা, এশিয়ান পিপলস সোসাইটির সম্মানিত সভাপতি, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাপান ফরেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম চেম্বারসের সভাপতি আব্দুল লতিফ এমপি। সর্বোপরি আয়োজনটি ছিল দল, মত, আঞ্চলিকতা প্রভাবমুক্ত শিশু-কিশোরদের অনুষ্ঠান। এমন একটি মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ সত্ত্বেও শেষ পর্যন্ত তার অপারগতার কথা আয়োজকদের জানানোর মতো সৌজন্য বোধটুকুও তিনি দেখাননি। অনেক প্রবাসীই মনে করেন একটি সম্মিলিত ধর্মীয় মৌলবাদী গ্রুপের সদস্য জীবন মজুমদার কূটনৈতিক শিষ্টাচার জানেন না। কাজেই রাষ্ট্রদূত যতই ভালো উদ্যোগ নেন না কেন তার সহকর্মীদের জন্য তা সম্ভব হবে না। আগে সহকর্মী বদল করে জঞ্জালমুক্ত হওয়া দরকার।

রাষ্ট্রদূত ৫টি খাত শনাক্ত করে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। খাতগুলো হচ্ছে ১. জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সদা নিয়োজিত রাখা, ২. প্রবাসীদের সব ধরনের কনস্যুলার সুবিধা প্রদানসহ সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা, ৩. জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে সর্বদা নিয়োজিত থাকা, ৪. বাংলাদেশ কমিউনিটির গঠনমূলক কর্মকাণ্ডে দূতাবাসের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং ৫. স্থানীয় সরকার এবং জাপানে বসবাসরত অন্যান্য দেশের কমিউনিটির সঙ্গে বাংলাদেশ কমিউনিটির সেতুবন্ধন উন্নয়নে কাজ করা।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ইতোমধ্যে আমি কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আয়োজনে এখন থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। সামাজিক-সাংস্কৃতিক এবং বিনোদনমূলক আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে এখানকার সমাজে বাংলাদেশিদের একটা ইতিবাচক প্রভাব পড়বে যেটা বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ে কাজে লাগবে এবং জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি বলেন, আমি যেখানেই গিয়েছি সেখানেই বাংলাদেশ কমিউনিটির সুনাম শুনেছি। রোমে থাকা অবস্থায় ১১ মার্চ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, পুনর্গঠনে অবদানের কথা জেনেছি। কিন্তু আমি এতে সন্তুষ্ট থাকতে পারছি না। আমি চাই সর্বক্ষেত্রেই বাংলাদেশিরা রোল মডেল হিসেবে থাকবে। সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বর্তমানে ১১.৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এই বিপুল অর্থ সরকারের অর্থনীতির চাকা সচল রেখেছে। এজন্য নিজ এবং সরকারের পক্ষ থেকে সকল প্রবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট অনেক দেশেই নেই। ইটালিতে সবে শুরু হয়েছে। জাপানে আছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, প্রযুক্তি বিনিময় করতে হবে। বর্তমান বিশ্বে প্রযুক্তির বিকল্প নেই। জাপান উন্নত প্রযুক্তির দেশ। জাপান থেকে উন্নত প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজে লাগাতে হবে। প্রযুক্তি বিনিময় মানে ডাবল প্রযুক্তির জ্ঞান অর্জন করা। প্রবাসীরাই পারে এই কাজে সাহায্য করতে। সবাইকে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশে বলেন, আজ থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হলো। ইনশাআল্লাহ, আমরা দেশের স্বার্থে নিরলস কাজ করে যাব। জাপান ৫-৪ এর একটি দেশ। বিশ্বের তৃতীয় অর্থনৈতিক পরাক্রমশালী। এদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। ভালোগুলো আমরা গ্রহণ করব, নিজেদের খারাপগুলো পরিহার করব। জাপানিরা বলে কম, কাজ করে বেশি। কিন্তু ওদের পর্যবেক্ষণ খুব তীব্র। তারা সবকিছুই মূল্যায়ন করেন।

জনাব মাসুদ বিন মোমেন ১৯৮৫’র ক্যাডারভুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার ঝানু কূটনৈতিক। চাকরি জীবনে দীর্ঘ ২৫ বছর তিনি বিভিন্ন মিশনে কাজ করে দক্ষতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ ইতালির রোমে ৪ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। একজন আমলা হয়েও তিনি প্রবাসীদের মন জয় করেছেন এবং প্রবাসীদের কাছে অতিসজ্জন হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। যেটা একজন আমলার পক্ষে সাধারণত সম্ভব হয়ে ওঠে না।

জাপান প্রবাসীদের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাপানে কর্মময় জীবনকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সকলের সহযোগিতা কামনা করেন।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

2 Responses

Write a Comment»
  1. Jibon babu , suronjit sen gupta & C R Datter sagred, dukkho prokash tar ovidhane nei / Se Hindu , Bouddho ,Khristan Oikko porisoder ekjon sokryo sodosso

  2. Jibon ronjon mojumdar news ta pore ki dukh prokash korbe?

Leave a Reply