বিবিসি খ্যাত বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ স্মরণে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ প্রেসকাব সভাপতি শহীদ-ই হাসান তুহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাপ্তাহিক চয়নিকা সম্পাদক শেখ আলী আকবর, মাহবুবুর রহমান, মাহাবুব আলম বাবু, মামুনুর রশীদ খোকা, শেখ মো. রতন, আব্দুস সালাম, আরাফাত বাবু, পলাশ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ইসলাম, মাসুদ আহমেদ অর্ণব, নাদিম মাহমুদ, ক্যামেরাম্যান বাবু, সুমন প্রমুখ।
সভার শুরুতেই বরেন্য সাংবাদিক আতাউস সামাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া সভায় বক্তারা বরেন্য এ সংবাদিকের গুনাবলী তুলে ধরেন তাদের বক্তব্যে।
সংবাদ২৪
Leave a Reply