মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ লক্ষ্যে সোমবার বিকালে হেলালউদ্দিনকে আহ্বায়ক, মেহেদী হাসান, নছিবুল ইসলাম, আকিবুল হাসান মামুন, শাহপরান ফয়সলকে যুগ্ম আহ্বায়ক ও নিবির আহমেদকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়।


এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটি গঠনের পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে সম্মেলন প্রস্ততি কমিটি সম্মেলন সফল করার লক্ষ্যে শহরে মিছিল বের করে। এদিকে সোমবার রাত ৭টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ই সেপ্টেম্বর শহর ছাত্রলীগকে চিঠি দিয়ে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় ওইদিন থেকে কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। শহর কমিটি সম্মেলন দিতে ব্যর্থ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে।

মানবজমিন

Leave a Reply