হুমায়ুন আজাদ হত্যা মামলার শুনানি ১ জানুয়ারি

সাক্ষী হাজির না হওয়ায় অধ্যাপক-লেখক হুয়ায়ুন আজাদ হত্যা মামলার শুনানি হয়নি। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছে ২০১৩ সালের পহেলা জানুয়ারি। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এ আদেশ দেন।

এদিন আদালতে মামলার বাদি হুয়ায়ুন আজাদের ছোট ভাই মঞ্জুর কবিরের সাক্ষ্য দেওয়ার কথা ছিল।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে একই আদালত।

গত ১৪ মে তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাদ দিয়ে ওই পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


গত বছরের ২২ মে এ মামলায় হাই কোর্ট থেকে জামিন পান দেলাওয়ার হোসাইন সাঈদী। বর্তমানে তিনি একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত।

হুয়ায়ুন আজাদ হত্যা মামলায় আসামিরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

অভিযুক্ত আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। এ মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদ শামীম পলাতক আছেন।

প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা হলেও সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যা মামলায় পরিণত হয়।

সাক্ষ্য দিতে না আসার কারণ হিসেবে এই প্রতিবেদককে মামলার বাদি মঞ্জুর কবির বলেন, “এ মামলার অভিযোগপত্র থেকে যখন দেলাওয়ার হোসেন সাঈদীকে বাদ দেওয়া হয়, তখন থেকেই মামলার গুরুত্ব কমে গেছে। অথচ হুমায়ুন আজাদ আহত অবস্থায় গণমাধ্যমকে বলেছিলেন, সাঈদী ও নিজামীকে জিজ্ঞাসা করুন- ওই হামলা কে চালিয়েছে?”

তিনি টেলিফোনে আরো বলেন, “আমি আজ অসুস্থ। সুস্থ থাকলে পরবর্তী তারিখে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করবো।”

মঞ্জুর কবির ২০০৯ সালের ২০ অক্টোবর মামলায় প্রকৃত আসামিদের অন্তর্ভুক্ত করা হয়নি দাবি করে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন ।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের রাস্তায় হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সে সময় হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

কয়েক মাসের চিকিৎসার পর ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস পাক সার জমিন সাদ বাদ প্রকাশিত হয়। এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে জাতীয় সংসদে এবং অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন এবং তাকে কটাক্ষ করে ব্লাসফেমী আইন করার পক্ষে মত দেন।

এসব বক্তব্য দেয়ার কিছুদিনের মধ্যেই হুমায়ুন আজাদের ওপর হামলা হয়। তাই হামলার পিছনে মৌলবাদী জঙ্গি সংগঠন এবং দেলাওয়ার হোসাইন সাঈদী জড়িত আছেন বলে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজেই সাংবাদিকদের বলেন।

ওই হামলার সঙ্গে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানসহ ওই সংগঠনের শূরা সদস্যরা জড়িত ছিলেন বলেও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply