টঙ্গীবাড়ীর মাদক সম্রাট মিলন ২ সহযোগীসহ গ্রেফতার

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে হিরোইন বিক্রির সময় শুক্রবার রাতে ৩০ গ্রাম হিরোইন সহ টঙ্গীবাড়ীর মাদক সম্রাট মিলন ও তার দুই সহযোগী রাজ্জাক ও নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক ব্যবসার ডিলার হিসাবে খ্যাত মিলন একাধিক লেগুনা গাড়ি ক্রয় করে দির্ঘদিন যাবৎ যাত্রী পরিবহনের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে মাদক সরবারহ করে আসছিলো। এর আগে পুলিশ ও স্থাণীয় জনগন একাধিকবার তাকে ধাওয়া করলেও সে পালিয়ে যায়। গত ৪ ও ৫ই সেপ্টেম্বর তার ২ সহযোগী রিপন ও স্বপনকে আটক করে স্থাণীয় জনগন পুলিশে সোর্পাদ্দ করে।

এ সময় মিলন, ইয়াসিন সহ তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর পর হতে মিলন বিভিন্ন স্থানে আত্ম‌গোপন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিরোইন বিক্রির সময় পুলিশ মিলন ও তার দুই সহযোগীকে বালিগাঁও বাজার হতে গ্রেফতার করে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এস আই আহসান জানান, মিলন উপজেলার শীর্ষ মাদক ব্যাবসায়ী তার নামে টঙ্গীবাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Leave a Reply