ভাঙনে মাওয়া পার্কিং ইয়ার্ডের ৫০ ফুট এলাকা পদ্মায় বিলীন

ভাঙনের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পার্কিং ইয়ার্ডের ৫০ ফুট এলাকা প্রমত্ত পদ্মায় বিলীন হয়ে গেছে। এর মধ্যে বৃহস্পতিবার ৩০ ফুট ও শুক্রবার ২০ ফুট এলাকা ভেঙে পদ্মায় বিলীন হয়ে যায়। এসময় ৬টি দোকানঘরও বিলীন হয়ে যায় নদীগর্ভে।

তবে স্রোতের গতিপথ পরিবর্তন হওয়ায় শনিবার থেকে ভাঙনের তীব্রতা থেমে গেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পার্কিং ইয়ার্ড ও আশপাশ এলাকায় প্রচণ্ড স্রোতের ঘূর্নাবর্তের কারণে নদীর তলদেশ থেকে মাটি সরে গিয়ে ২ দিনে আকস্মিক ভাঙন দেখা দিলে এ সব এলাকায় পদ্মায় বিলীন হয়।

এদিকে, পার্কিং ইয়ার্ড ভাঙনের খবর পেয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর সদস্য (অপারেশন) ও প্ল্যানিং অফিসার জিল্লুর রহমান ভাঙন কবলিত মাওয়া পার্কিং ইয়ার্ড পরিদর্শন করেন।


এবিষয়ে মাওয়া নদী বন্দরের বন্দর কর্মকর্তা বদরুল আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই পদ্মায় ভাঙন দেখা দিলে মুহূর্তেই পদ্মাগর্ভে বিলীন হয়ে যায় পার্কিং ইয়ার্ডের ৩০ ফুট এলাকা। শুক্রবার আরও প্রায় ২০ ফুট এলাকা ভেঙে নদীতে বিলীন হয়।

তিনি আরও জানান, গত ২ দিন পদ্মা রুদ্রমূর্তি ধারণ করলেও স্রোতের গতিপথ পরিবর্তন হওয়ায় শনিবার থেকে ভাঙন থেমে গেছে। তবুও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে পার্কিং ইয়ার্ড এলাকায়। জরুরি ভিত্তিতে পার্কিং ইয়ার্ড রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

তবে স্থানীয় সূত্র জানায়, তীব্র স্রোতে পদ্মা ক্রমেই জনপদের দিকে ঢুকে পড়ছে। মাওয়া লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ড ছাড়াও ভাঙন ছড়িয়ে পড়েছে লৌহজংয়ের পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে। এছাড়া ৬টি দোকানঘর বিলীন হওয়ায় ২০টি দোকানঘর অন্যখানে সরিয়ে নেওয়া হয়েছে।


উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই পদ্মায় স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় খেয়াঘাটের মাওয়া অংশের সিবোট ঘাট ও মাওয়া নতুন পার্কিং ইয়ার্ড এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply