মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পৈত্রিক বাড়িতে বিরোধে থাকা দু’পক্ষকে স্থিতিশীলতা পরিস্থিতি বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। পারিবারিক ও গোষ্ঠীয় বিরোধের জের ধরে আইন-শৃংঙখলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কা প্রকাশ করে তারই নাতনী শামীমা সারোয়ার কুমকুমের আবেদনের প্রেক্ষিতে মুন্সীগঞ্জের যুগ্ন-জেলা প্রথম আদালতের বিচারক মো.আশরাফুল ইসলাম খান এ আদেশ দেন।
পারিবারিক দু’টি পক্ষের মধ্যে আদালতটিতে বিচারাধীন একটি মামলার সূত্র ধরে সাবেক রাষ্ট্র প্রধানের নাতনী কুমকুম আদালতের কাছে সেখানে শান্তি বজায় রাখার স্বার্থে স্থিতিশীলতা বজায়ের আবেদন জানিয়েছিলেন। এতে বৃহস্পতিবার আদালত ওই আদেশ জারি করে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পুলিশ আদালতের ওই আদেশের কপি হাতে পেয়েছেন বলে সদর থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল বাসার জানিয়েছেন। তিনি জানান, সাবেক এ রাষ্ট্র নায়কের পৈত্রিক বসত বাড়ির সম্পত্তির বন্টন নিয়ে নাতী শাহীন রেজা কাজল ও ভাতিজা প্রখ্যাত কৌতুক অভিনেতা টেলি সামাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply