শ্রীনগরে মাদ্রাসায় ছাত্রের মস্তক বিহীন লাশ

আরিফ হোসেন: শ্রীনগরে মাদ্রাসা থেকে এক ছাত্রের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয় টার দিকে উপজেলার বেলতলী এলাকার রাওজাতুল কোরআন মাদ্রাসার পূর্ব পাশের পুকুর পাড় থেকে নুরাণী শ্রেনীর ছাত্র সজিব (৮) এর মস্তক বিহীন লাশটি উদ্ধার করা হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সজিব পাটাভোগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে। সজিবের মা প্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে সজিব ছোট। মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম জানান, সজিব তিন বছর ধরে এ মাদ্রাসায় লেখাপড়া করছে।


ঐদিন সজিব সবার সাথে মাগরিবের নামাজ পড়ে প্রায় বিশ মিনিট ক্লাশ করে। মাগরিবের নামাজের আধঘন্টা পর শ্রেনী শিক্ষক আবুল হাসান জানায় সজিবকে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্ন স্থানে সজিবের খোজ করা হয়। রাত সাড়ে নয়টার তিকে মাদ্রাসা ভবন থেকে প্রায় চল্লিশ গজ দুরে পূর্ব পাশের পুকুর ঘাটের উত্তর দিকে সজিবের মস্তক বিহীন লাশ দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শ্রীনগর সার্কেলের এএসপি সাইফুল ইসলাম, ওসি মিজানুর রহমান ঘটনা স্থলে ছুটে আসেন।


পুলিশ সজিবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শ্রেণী শিক্ষক আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই গুরত্বের সাথে দেখা হচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সুলতান মিয়া জানান, মাদ্রাসাটি তিন বছর আগে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ৫৫ জন ছাত্র এখানে লেখাপড়া করছে। শুরু থেকেই এলাকার একটি গ্র“প মাদ্রাসাটির বিরোধিতা করে আসছে। এ ঘটনার পর মাদ্রাসার কার্যক্রম চালানো কঠিন হয়ে পরবে।

========================

শ্রীনগরে মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সজিব (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের একটি মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের মস্তক এখনো খুঁজে পায়নি পুলিশ।

নিহত সজিব একই উপজেলার পাটাভোগ ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। সে বেলতলী রওজানুল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

শনিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে হত্যাকারীরা মাদ্রাসা ছাত্র সজিবকে নির্মম ভাবে হত্যার পর তার দেহ মাদ্রাসার পাশের একটি পুকুরে ফেলে রেখে যায়। তবে নিহতের মস্তক কোথায় ফেলেছে হত্যাকারীরা তা সনাক্ত করতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন লাশ উদ্ধার ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মাদ্রাসার অপর ছাত্রদের সঙ্গে একসঙ্গে মাগরিবের নামাজ পড়ার পর সজিব নিখোঁজ হয়ে পড়ে। তাকে বিভিন্ন স্থানে খোঁজার পর মাদ্রাসার পাশের একটি পুকুরে দেহের অর্ধেক ওপরে ও অর্ধেক অংশ পানিতে রয়েছে বলে দেখা যায়।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হলেও তার মাথা-মস্তক এখনো পাওয়া যায়নি। তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া কে বা কারা এবং কি কারণে এ মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও জানান, এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও আশপাশের গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানায় হত্যা মামলাও রুজুর পক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply