এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

থানা কিংবা আদালতে বরাবরই স্বামীর বিরুদ্ধে স্ত্রীরা করে থাকেন যৌতুক মামলা। কিন্তু এবার হয়েছে উল্টো। মুন্সীগঞ্জের একটি আদালতে রবিবার দুপুরে স্বামী মুছা আকন (২৮) তার স্ত্রী নাজমা বেগমের (২৫) বিরুদ্ধে যৌতুক মামলা ঠুকেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক চাওয়ার এ অভিযোগ এনেছেন স্বামী।


বিয়ের পর থেকে যৌতুক বাবদ সহায়-সম্পত্তি লিখে দেওয়ার স্ত্রীর দাবি পূরণ না করায় মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ স্বামীর।

স্বামী মুছা আকন জানান, যৌতুকের দাবিতে স্ত্রী ছাড়াও শ্বশুরালয় থেকেও হুমকি দেওয়া হচ্ছে। পৈত্রিক সূত্রে পাওয়া ৬ শতাংশ জমি বিয়ের যৌতুক বাবদ স্বামীর কাছ থেকে নিজ নামে লিখে নিতে নানাভাবে ফন্দি আঁটছে তার স্ত্রী। এ জন্য মানসিক নির্যাতনের খড়গ সইতে না পেরে অবশেষে তিনি স্ত্রীর বিরুদ্ধে এ মামলা ঠুকতে বাধ্য হন বলে দাবি স্বামী মুছা আকনের।

সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর মিজিকান্দি গ্রামের শামছুল আকনের ছেলে মুছা আকন ও একই উপজেলার শিকদারকান্দি গ্রামের ছানাউল্লাহ শিকদারের মেয়ে নাজমা বেগমের মধ্যে বিয়ে হয় ৩ বছর আগে। এদের একমাত্র সন্তানের নাম নাঈম।

জাস্ট নিউজ
==============

মুন্সীগঞ্জ আদালতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

ব.ম শামীম: মুন্সীগঞ্জ আদালতে রবিবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী যৌতুক মামলা দায়ের করছে। মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম এর আদালতে ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় এ মামলা দায়ের করে মো. মুছা আকন (২৮)।

জানাগেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষানচর মিজিকান্দি গ্রামের সামসূল আকনের ছেলে মুছা আকন এর সাথে একই উপজেলার শিকদার কান্দি গ্রামের ছানাউল্লাহ শিকদরের মেয়ে নাজমা আক্তার (২৫) সাথে ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বৈবাহিক জীবনে নাঈম (৫) নামের তাদের এক ছেলে সন্তান রয়েছে।

বিবাহের পর হতে নাজমা বিভিন্ন সময়ে তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য স্বামী মুছাকে চাপ প্রয়োগ করতে থাকে। গত ৩ বছর পূর্বে মুছা স্ত্রীর নামে ৬ শতাংশ জমি লিখে দেয়। এর পর হতে আরো ১০ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য মুছার উপর চাপ প্রয়োগ করতে থাকে স্ত্রী নাজমা। এতে মুছা রাজি না হওয়ায় কিছু দিন পূর্বে নাজমা স্বামীর সংসার ও ছেলেকে রেখে পিতার বাড়ি চলে যায়।

এর পর হতে বিভিন্ন সময় স্ত্রীকে আনতে মুছা শশুর বাড়ি গেলে তার স্ত্রী ও স্ত্রীর বাড়ির লোকজন তাকে বিভিন্ন হুমকী দিয়ে তাড়িয়ে দেয়। মুছা জানান, তার স্ত্রী নাজমা সম্পত্তি লিখে না দিলে কিছুতেই আমার সংসার করবে না বলে জানায় । তাই বাধ্য আমি আদালতে যৌতুক মামলা করতে আসছি।

Leave a Reply