সদর উপজেলার প্রধান ও আইটি শিক্ষকদের নিয়ে ১দিনের প্রশিক্ষণ কর্মশালা

মুন্সিগঞ্জ উপজেলা মিলনায়তনে এডুকেশন ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের উপর সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ও আইটি শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠানটি উদ্বোধন করেন সদর থানার নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা। প্রশিক্ষণ কর্মশালায় প্রতিটি মাদ্রাসা ও স্কুলের তথ্য কিভাবে আপডেট করা এবং সেগুলো কিভাবে প্রিন্ট করার পদ্ধতিগুলো শিখান জেলা শিক্ষা অফিসের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারি শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান। উপজেলা শিক্ষা অফিসার কে.এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রশিক্ষণ শেষে আইটির বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

টিএনবি

Leave a Reply