সিরাজদিখানে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তত্তাবধায়ক সরকার দাবী, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবীতে, সারা দেশের ন্যায় সিরাজদিখানে বিক্ষোভ সমাবেশ করার সময়, গতকাল সোমবার বিকালে সিরাজদিখান উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

বক্তারা বলেন, পূর্ব ঘোষিত এই বিক্ষোভ সমাবেশ পুলিশ করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও সরকারের প্রতি ঘৃনা জানাই।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরণের নেতৃত্বে সিরাজদিখান বাজার বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। রাস্তায় উঠার সাথে সাথে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করলে মিছিলটি পন্ড হয়ে যায়, এরপর উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে নেতা কর্মীরা সমাবেশ করে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আজিজুল হক খান, এম এ কাইযূম, ইকবাল হোসেন, মাসুম রশিদ, সিদ্দিক মোল­া, মারুফ খান, অহিদুল ইসলাম, সামসুল হক, আবুল বাসার, সোয়েব আহমেদ সুজন, হাবিবুর রহমান, খোরশেদ আলম, হিমেল মলি­ক প্রমূখ।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply